নেইমারের বিশ্বকাপ খেলার কথা জানা যাবে ১৭ই মে

Spread the love

আপাতত মে মাসের মাঝামাঝি পর্যন্ত মাঠে ফেরার কোন আশা নেই ব্রাজিলিয়ান তারকা নেইমারের। পায়ের অস্ত্রোপচারের পরে আগামী ১৭ মে সর্বশেষ মেডিকেল পরীক্ষা করা হবে বলে নেইমার বলেছেন, ওই সময়ের আগে অন্তত তার মাঠে ফেরা হচ্ছে না। সাও পাওলোতে এক সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান এই তারকা বলেন, এখন পর্যন্ত ওই তারিখটি নির্ধারিত রয়েছে। সেদিনই শেষ পরীক্ষা করা হবে। আশা করছি তখন আমি খেলার ছাড়পত্র পাব। এরপর দেখা যাক কি হয়। সবকিছুই পায়ের উন্নতির উপর নির্ভর করছে।
সবকিছু যদি ঠিকঠাক হয় তাহলে আগামী ১৭ জুন রোস্তভে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। বিশ্বকাপকে স্বপ্নের টুর্নামেন্ট হিসেবে অভিহিত করে নেইমার বলেছেন, ‘আশা করছি টেলিভিশনে আমাকে বিশ্বকাপ দেখতে হবে না। এখনো আমার সামনে প্রস্তুতির যথেষ্ঠ সময় রয়েছে। আশা করছি এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারবো। ইতোমধ্যেই আমি আগের তুলনায় অনেক ভালো অনুভব করছি।’
গত ২৫ ফেব্রুয়ারি লিগ ওয়ানে মার্সেইর বিপক্ষে ম্যাচে ডান পায়ে আঘাত পান নেইমার। এরপরই তিনি দেশে ফিরে আসেন ও অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। গত ৩ মার্চ তার পায়ে সফল অস্ত্রোপচার করেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রডরিগো লাসমার। তখনই বলা হয়েছিল পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে আড়াই থেকে তিন মাস সময় লাগবে। তাঁর অনুপস্থিতিতে ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস ‍লিগের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে তাঁর দল পিএসজি।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*