গতকাল জঙ্গলমহলে প্রথম দফার ভোট মেটার পরই আজ NIA-এর জালে ছত্রধর মাহাত। আজ ভোরে লালগড় থেকে তাঁকে গ্রেফতার করে NIA। উল্লেখ্য, ১৬, ১৮, ২২ মার্চ NIA-এর পক্ষ থেকে তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু হাজিরা দেননি তিনি। এরপরই আদালতের নির্দেশ মেনে আজ তাঁকে গ্রেফতার করে ৪০ জনের একটি দল।
২০০৯-এর শেষেরদিকে জানেশ্বরী এক্সপ্রেস নাশকতায় অন্যতম অভিযুক্ত ছিলেন জঙ্গলমহলের তৎকালীন জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতো। ইতিমধ্যেই দশ বছরের বেশি জেলবন্দি ছিলেন ছত্রধর। ২০২০-র শুরুতে জেল থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন ছত্রধর। তবে তদন্ত চলছিল। বারবার ছত্রছরকে শমন পাঠালেও তদন্তে সহযোগিতা না করায় আজ তাঁকে গ্রেফতার করা হল।
Be the first to comment