
রোজদিন ডেস্ক, কলকাতা:- অবশেষে বৃহস্পতিবার দুপুর ২.৪১ মিনিট নাগাদ দিল্লি পালামো বিমানবন্দরে অবতরণ করল বিশেষ বিমান। ২৬/১১ এর হামলার মূলচক্রী তাহাউর রানার পদার্পণ হয় ভারতের মাটিতে। আমেরিকা থেকে ভারতের হাতে প্রত্যর্পণ করা হয়েছে তাকে। দিল্লিতে নামার পরেই রানাকে গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ভারতে নামার পরেই পাটিয়ালা হাউস কোর্টে নিয়ে যাওয়া হয় ২৬/১১ হামলার মূলচক্রীকে। NIA টিম তাহাউর রানাকে নিজেদের হেফাজতে রাখার আর্জি জানাবে সেখানে। যদিও তাহাউর রানার দিল্লি বিমানবন্দরে আসার আগেই দিল্লি বিমানবন্দরে উত্তেজনা তৈরি হয়েছিল। যেখানে আগে থেকেই মোতায়েন করা ছিল পালামো টেকনিক্যাল টিমকে। তার মধ্যে চারটি ইনোভা, দুটি সাফারি, জ্যামার, এবং একটি বোমা নিষ্ক্রিয় দলও উপস্থিত ছিল। কড়া নিরাপত্তায় মুড়ে তাহাউরকে NIA সদর দফতরে নিয়ে যাওয়া হয়।
Be the first to comment