নিশানায় ছিল যুদ্ধবিমান, জম্মুর বায়ুসেনা স্টেশনে পৌঁছলো এনআইএ

Spread the love

জম্মুতে অবস্থিত ভারতীয় বায়ুসেনার স্টেশনে ভোর রাতে পরপর দুটি বিস্ফোরণ হয়। সূত্রের খবর, এই বিস্ফোরণগুলি ড্রোনের মাধ্যমেই করানো হয়। সেই বিস্ফোরণের তদন্ত করতে ঘটনা স্থলে পৌঁছল এনআইএ। এদিকে ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

এদিকে এই হামলা স্টেশনে থাকা যুদ্ধবিমানকে নিশানা করে হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান করা হয়েছে। ঘটনায় এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসের পাশের একটি বিল্ডিংয়ের ছাদ উড়ে যায়। জানা গিয়েছে একটি বিস্ফোরণ হয় রাত ১টা ৩৭ মিনিটে। পরের বিস্ফোরণটি হয় ১টা ৩২ মিনিটে। ঘটনায় দুই জন জখম বলেও জানা গিয়েছে।

ভারতীয় বায়ুসেনা তাদের একটি টুইটে জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি একটি ভবনের ছাদে হওয়ায় ছাদটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য বিস্ফোরণটি খোলা জায়গায় হয়েছে। সঙ্গে সঙ্গে ওই অঞ্চলটি নিরাপত্তা বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। উচ্চ-আধিকারিক, পুলিশ আর ফরেনসিক বিশেষজ্ঞরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান।

উল্লেখ্য, এই ঘটনা এমন একটি দিনে ঘটল, যেদিন লাদাখে পৌঁছান রাজনাথ সিং। এদিকে কাশ্মীরের রাজনীতিবিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর উপত্যকায় শান্তি ফেরার ইঙ্গিত মিলেছিল। সেই আবহে এই বিস্ফোরণের নেপথ্যে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী রয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রকের কার্যালয়ের তরফে একটি টুইটে জানানো হয়, জম্মুর বায়ুসেনা স্টেশনের বিস্ফোরণে ঘটনা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভাইস এয়ার চিফ, এয়ার মার্শাল এইচএস অরোরার সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে এয়ার মার্শাল বিক্রম সিং জম্মু যাচ্ছেন।

এদিকে ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। বিস্ফোরণে ৪ কেজি ৭০০ গ্রামের মতো আইইডি ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। ড্রোনের থেকে বিস্ফোরক ছুড়ে এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের। তবে বিস্ফোরণ ততটা তীব্র ছিল না বলে জানায় পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*