
রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গে জড়িত তিন জঙ্গির স্কেচ প্রকাশ করল এনআইএ। প্রত্যক্ষদর্শী, এমনকী জখম ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই স্কেচ আঁকা হয়েছে। জানা গিয়েছে, ওই তিন জঙ্গির নাম আসিফ ফুজি, সুলেমান শাহ ও আবু তালহা। এরা সকলেই লস্করের ছায়া গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর সদস্য।
এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, ৫-৬ জন জঙ্গি কুর্তা-পাজামা পরে মঙ্গলবার দুপুরে হাজির হয় ওই রিসর্টে। তাদের হাতে ছিল একে-৪৭। সেই বন্দুকের গুলিতে প্রাণ হারান অসংখ্য পর্যটক। এখনও পর্যন্ত অন্তত ২৬ জন জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। জখম আরও কয়েকজন। উল্লেখ্য, পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে প্রত্যক্ষদর্শীরা। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে।
এই হামলার সঙ্গে পাক যোগের বিষয়টি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। মনে করা হচ্ছে, হামলাকারীদের মধ্যে পাক জঙ্গিরাও ছিল। তারা কয়েকদিন আগেই সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল বলে গোয়েন্দা সূত্রের দাবি। ভয়ংকর এই জঙ্গি হামলার মূল চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি। সইফুল্লা লস্করের অন্যতম শীর্ষনেতা। ভরতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা হাফিজ সইদের ঘনিষ্ঠ বলেও পরিচিত। সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ্যে আসছে সইফুল্লার বিলাসবহুল জীবন যাপনের কথাও।
অন্যদিকে, বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের বারামুলায় সেনা অভিযানে খতম দুই জঙ্গি। ভারতীয় সেনার চিনার কর্পস ব্যাটেলিয়ানের তরফে এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ওই দুই জঙ্গির। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।
Be the first to comment