নাইজেরিয়ায় দুটি আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ ১২ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ৫০জনের বেশি মানুষ। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর মাইদুগুরিতে একটি ব্যস্ত বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথম বোমাটি বাজারের ভেতরে বিস্ফোরিত হয়, তাতে ঘটনাস্থলেই নিহত হন অনেকে। পরে এর প্রবেশমুখে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটলে শুধু হামলাকারীই নিহত হয়। ধারণা করা হচ্ছে, বাজারের ভেতরের বোমাটি একজন মহিলা হামলাকারী দ্বারা বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে কোনো সন্ত্রাসবাদী সংগঠনের হাত আছে কিনা জানা যায়নি। তবে বোকো হারাম সংগঠন প্রায়ই এই ধরণের হামলা চালায় বলে সন্দেহ তাদের দিকেই যাচ্ছে।
Be the first to comment