রাজ্যের ১৫টি হাসপাতালে তৈরী হবে নৈশ আবাস

Spread the love

রাজ্য আবাসন দপ্তর উত্তর ও দক্ষিণ ২৪পরগনা জেলার ১৫টি হাসপাতালে রোগীদের আত্মীয়দের রাত্রিবাসের জন্য তৈরী করছে নৈশ আবাস। ইতিমধ্যেই এনআরএস মেডিক্যাল কলেজ, ডায়মন্ড হারবার হাসপাতাল, বারুইপুর মহকুমা হাসপাতালে নৈশ আবাস তৈরী হয়েছে।

এবার যে সকল হাসপাতালে এবার নৈশ আবাস তৈরী হবে, সেগুলি হল, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, হাওড়ার টি এল জয়সওাল হাসপাতাল, উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল, সিউড়ি জেলা হাসপাতাল, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কল্যাণীতে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতাল, আসানসোল জেলা হাসপাতাল, ঝাড়গ্রাম জেলা হাসপাতাল, বারাসাত জেলা হাসপাতাল, তমলুক জেলা হাসপাতাল ইত্যাদি জায়গায়।

প্রতিটি হাসপাতালে চার তলা ভবন তৈরী করা হবে।পুরুষ ও মহিলাদের জন্য দুটি পৃথক ব্লক থাকবে। জেলা হাসপাতালগুলির নৈশ আবাসে ১০০ জনের মত মানুষের থাকার ব্যবস্থা থাকবে এবং মহকুমা হাসপাতালগুলিতে থাকার ব্যবস্থা থাকবে ৫০ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*