বিজেপি কর্মীর বৃদ্ধা মা’র মৃত্যুতে তোলপাড়, শাহকে পাল্টা নিশানা ডেরেক ও’ব্রায়েনের

Spread the love

ভোটের বাংলায় বিজেপি কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনা ঘিরে উত্তাল রাজনীতি। গত মাসে উত্তর ২৪ পরগনার নিমতায় আক্রান্ত হয়েছিলেন ৮০ বছরের বৃদ্ধা শোভা মজুমদার। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছিল বিজেপি। প্রায় একমাসের লড়াইয়ে হার মানেন ওই বৃদ্ধা। আজ তাঁর মৃত্যু হয়। বৃদ্ধা মায়ের মৃত্যুকে হাতিয়ার করে একের পর এক টুইট করেন অমিত শাহ, জে পি নাড্ডা-সহ বিজেপি নেতারা। এরপরই এই ঘটনায় আসরে নামল তৃণমূল। এদিকে, নিমতার ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি।

অমিত শাহের টুইটের পালটা এবার সরব হলেন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন। টুইটারে ডেরেক লিখেছেন, ‘শোভা মজুমদারের মৃত্যু মর্মান্তিক। তবে যে বক্তব্য বললেন অমিত শাহ, তা দুর্ভাগ্যজনক। গোটা ঘটনার তদন্ত চলছে। তিনি নিজে পুলিশ বাহিনী ও অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধান। ভারতের তদন্ত ব্যবস্থার প্রতি তাঁর এতটুকুও শ্রদ্ধা নেই!’

উল্লেখ্য, এই ঘটনায় টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘টিএমসির গুন্ডাদের নির্মম অত্যাচারে আজ বাংলার কন্যা শোভা মজুমদার মহাশয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই পরিবারের গভীর ক্ষত আর ব্যথা দীর্ঘদিন মমতা দিদিকে বিদ্ধ করবে। হিংসামুক্ত ভবিষ্যত গড়তে,বাংলার মা-বোনেদের জন্য সুরক্ষিত রাজ্য গড়তে বাংলা লড়াই করবে।’

বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা টুইটারে লিখেছেন, মা-বোনেদের সুরক্ষার জন্য লড়াই চালিয়ে যাবে বিজেপি।

টুইটারে বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, ‘বাংলার মেয়ে, কারও মা, কারও বোন…মৃত। তৃণমূলের লোকেদের হাতে আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু, এ নিয়ে একটা শব্দও উচ্চারণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়…তৃণমূলের হিংসার রাজনীতি বাংলার মাটিকে আঘাত করেছে।’

আরেক বিজেপি নেতা অরবিন্দ মেনন টুইটারে লিখেছেন, ‘ওম শান্তি! তৃণমূলী গুন্ডাদের হাতে নির্মমভাবে আহত হওয়া ৮৫ বছর বয়সী শোভা মজুমদার আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন! মমতা দিদিকে তার অত্যাচারের জন্য বাংলা কখনই ক্ষমা করবে না!’

অন্যদিকে, এই ঘটনায় তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে। তৃণমূলের কোনও যোগ নেই।’

বাংলার মাটি আর রক্তে ভরে গিয়েছে বলে সোচ্চার হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।

https://fb.watch/4xkU65Oo-3/

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার নিমতায় বিজেপি কর্মী গোপাল মজুমদারের বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর মাকে মারধরের অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সংবাদমাধ্যমে আক্রান্ত বিজেপি কর্মীর মা বলেছিলেন, ‘আমার মাথা, ঘাড়, মুখে আঘাত করা হয়েছে। আমি আতঙ্কিত।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*