বিশেষ প্রতিনিধি,
নিপা ভাইরাসে কেরলে মোট ১১ জনের মৃত্যু হয়েছে৷ বিরল এই ভাইরাসে মৃত্যুর কারণে সারা রাজ্যে উচ্চ সতর্কতা জারি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা কেরলের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজাকে ফোন করে অবস্থা সরেজমিনে খতিয়ে দেখছেন। তবে অজানা এই ভাইরাসের ধরন এখনও পুরোপুরি নিশ্চিত করা যায়নি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা টুইট করে সবাইকে সতর্ক ও গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন৷
ইতিমধ্যে কেরল পৌঁছে গিয়েছে এইমস ও ন্যাশনাল সেন্টার ফর ডিসিজ কন্ট্রোলের(এনসিডিসি) দুটি টিম৷ তারা কেরলের ভাইরাস কবলিত জায়গাগুলিতে পরিদর্শনে যান৷ জেপি নাড্ডা টুইটে লিখেছেন, ‘‘এনসিডিসি ও এইমসের টিমের সঙ্গে কথা হয়েছে৷ এই ভাইরাসের মোকাবিলা কীভাবে করা সম্ভব তার জন্য চেষ্টার কোনও কসুর করা হবে না৷ নিপা ভাইরাস গোয়া ও মহারাষ্ট্রের কাছে ইতিমধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ গোয়া বিমানবন্দরে কেরল থেকে যারাই বেড়াতে আসছেন তাদের মেডিক্যাল চেক আপ করা হচ্ছে৷ যাতে এই ভাইরাস সৈকত শহরে না ছড়িয়ে পড়ে৷
Be the first to comment