বিশেষ প্রতিনিধি,
কর্ণাটকে চিকিৎসাধীন দুই ব্যক্তির মস্তিষ্ক যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখে মনে করা হচ্ছে যে তারা নিপা ভাইরাসে আক্রান্ত, স্বাস্থ্য দপ্তর থেকে এই কথাই জানানো হয়েছে। কর্নাটকের স্বাস্থ্য আধিকারিক রাজেশ বিভি জানিয়েছেন, ৭৫ বছরের এক বৃদ্ধ ও ২০ বছরের এক তরুণী নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে৷ ম্যাঙ্গালোরের এই বাসিন্দাদের কেরল থেকেই নিপা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে। তাঁদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পর্যটকদের কেরল এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে রাজ্যের কর্ণাটকের পর্যটন দপ্তর। কেরল থেকে যাঁরা কর্নাটকে আসছেন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার কথা ভাবছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
ভাইরাসটির আক্রমণে ইতিমধ্যেই কেরালায় কমপক্ষে ১১ জন মানুষ মারা গেছে৷ এই রোগ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য চিকিৎসকেরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছনে, সেই সাথে আতঙ্ক কমানোরও চেষ্টা করা হচ্ছে। কেরলে এখনও ১৭ জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। নিপার রোগীদের পরিচর্যা করতে গিয়ে এক নার্সের মৃত্যু হয়েছে।
Be the first to comment