ভারতে নিপা ভাইরাসের আক্রান্তে মৃত্যু..

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

কেরলে আবার ছড়াল নিপা ভাইরাসের আতঙ্ক। মলপ্পুরমে নিপা-সংক্রমণে মৃত্যু হল ২৪ বছর বয়সি এক যুবকের। রবিবার পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি) এই মৃত্যুর খবরটি সুনিশ্চিত করেছে। বেশ কিছু দিন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর তাঁর মৃত্যু হয়েছে বলে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
এর আগে জুলাই মাসে মল্লপুরম জেলারই ১৪ বছর বয়সি এক নাবালকের মৃত্যু হয়েছিল এই ভাইরাসে। আর চলতি মাসে একই জেলা থেকে আবার মৃত্যুর খবর সামনে এল। জানা গিয়েছে, গত ৯ সেপ্টেম্বর এই মৃত্যু হয়েছে। যুবকের দেহ থেকে নমুনা নিয়ে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। তারাই নিপা ভাইরাসের বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনার পর ওই যুবকের সংস্পর্শে আসা অন্তত ১৫০ জনকে চিহ্নিত করে আইসোলেশনে রাখা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, নিপার প্রোটোকল মেনে ১৬টি কমিটি তৈরি করা হয়েছে। তাঁরা ইতিমধ্যে কাজ শুরু করেছে। সকলকে মাস্ক পরার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি প্রশাসনের তরফে বলা হয়েছে, পাখি কিংবা পশুর কামড়ানো কোনও ফল খাওয়া নিষেধ। ভালো করে ধুয়ে তবে সব ফল খেতে বলা হয়েছে। খোলা কৌটোতে রাখা কোনও পানীয় পান করতে নিষেধ করা হয়েছে।
এর আগেও চারবার কেরলে হানা দিয়েছিল নিপা ভাইরাস। ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে কোঝিকোড়ে ছড়িয়ে পড়েছিল নিপা। এছাড়াও এর্নাকুলামে নিপায় আক্রান্ত হওয়ার খবর মেলে ২০১৯ সালে। নিপা ভাইরাসকে বলে জুনটিক ভাইরাস অর্থাৎ পশুর থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। এই ভাইরাসের বাহক ফ্লাইং ফক্স (বৈজ্ঞানিক নাম পিটারোপাস মিডিয়াস) নামে একধরনের ফলভোজী বাদুড়। বাদুড় থেকে কুকুর, বিড়াল, ছাগল, ঘোড়া বা ভেড়ার শরীরে মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে। আক্রান্ত পশুদের দেহের অবশিষ্টাংশ বা মলমূত্র থেকেও সংক্রমণ ছড়াতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*