নীরব মোদীকে আবারও নতুন করে সমন পাঠাল ইডি। সমন পাঠানো হল মেহুল চোকসিকেও। ভারতে তিনি ফিরবেন না বলে আগেই জানিয়েছিলেন নীরব। এবার সেই দাবি খারিজ করেই পিএনবি কেলেঙ্কারি মামলায় নতুন করে সমন জারি করা হল নীরব মোদীর বিরুদ্ধে। আগামী ২৬ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে নীরবকে।
প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্ক কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। এরপর ১৫ ফেব্রুয়ারি ব্যাঙ্ককে ইমেল করে নীরব অভিযোগ করেন, ব্যাঙ্কের ঘোষণায় তার ব্যবসা এবং ব্র্যান্ড নেম ধূলিস্যাৎ হয়েছে এবং অনাদায়ী ঋণ শোধের সম্ভাবনাও কমেছে।
এদিন ব্যাঙ্ক নীরবকে জানিয়েছে, ঋণ শোধের বাস্তবসম্মত কোনও প্রস্তাব থাকলে তা দিন। ব্যাঙ্ক আলোচনায় রাজি। নীরবকে এও মনে করিয়ে দেওয়া হয়েছে, ব্যাঙ্ক তাঁকে ঋণ দেয়নি। দুর্নীতিগ্রস্ত ব্যাঙ্ক কর্মীদের সাহায্য নিয়ে গ্যারান্টি ছাড়াই বেআইনিভাবে ঋণ নিয়েছেন তিনি। এই ঋণ শোধের সময়সীমা এবং পরিকল্পনা থাকলে তা অবিলম্বে জানান বলে পিএনবি-র তরফে জানানো হয়েছে।
Be the first to comment