পিএনবি কান্ডে নীরব মোদীর আরও ৪৪ কোটি টাকার ব্যাঙ্ক ডিপোজিট ও শেয়ার ফ্রিজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার একাধিক জায়গায় তল্লাশিব চালিয়ে ১৭৬টি স্টিল আলমারি এবং বহু বিদেশি ঘড়িও বাজেয়াপ্ত করেছে তারা। পিএনবি কেলেঙ্কারিতে অডিটরদের ভূমিকা কী তা খতিয়ে দেখতে চায় আইসিএআই। এজন্যই দুই তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি এবং পিনএবি ও সেবির কাছে তথ্য চেয়েছে তারা।
প্রসঙ্গত, পিএনবি কেলেঙ্কারির তদন্ত যত এগোচ্ছে নীরব মোদী এবং মেহুল চোকসিদের নতুন সম্পত্তির হদিশ পাচ্ছেন তদন্তকারীরা। বৃহস্পতিবারই দুই অভিযুক্তের ব্যাঙ্ক ডিপোজিট, শেয়ার, বিলাসবহুল গাড়ি সহ প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। শুক্রবারও প্রায় ৪৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এদিন ৩০ কোটি টাকার ব্যাঙ্ক ডিপোজিট এবং ১৩ কোটি ৮৬ লক্ষ টাকার শেয়ার ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে একশো ৭১টি আলমারি এবং ৬০টি প্লাস্টিকের কন্টেনার। এই কন্টেনারগুলি থেকে একগুচ্ছ বহুমূল্য বিদেশ থেকে আমদানি করা ঘড়ি পাওয়া গিয়েছে। তবে কোথায় কীভাবে তল্লাশিতে এগুলি মিলল তা নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তদন্তকারীরা।
সূত্রের খবর, অডিটরদের ভূমিকা খতিয়ে দেখতে আলাদা করে তদন্ত করছে পিএনবিও। এজন্য পিডব্লুসিকে দায়িত্ব দিচ্ছে তারা। যদিও এনিয়ে পিএনবি বা পিডব্লুসি কেউ মুখ খোলনি।
Be the first to comment