এবার বাজেয়াপ্ত করা হলো ৯টি বহুমূল্য গাড়ি। তার মধ্যে রয়েছে রোলস রয়েস ঘোস্ট, ২টি মারসিডিজ বেঞ্জ, একটি পোরসে, পানামেরা, ৩টি হন্ডা ও ১টি টয়োটা ফরচুনার ও একটি টয়োটা ইনোভাও৷ পাশাপাশি, নীরব মোদীর শেয়ার, মিউচুয়াল ফান্ড ফ্রিজ করল ইডি। প্রায় ৮ কোটি টাকার শেয়ার, মিউচুয়াল ফান্ড ফ্রিজ করা হয়েছে। মেহুল চোকসির শেয়ারও ফ্রিজ করা হয়েছে বলে খবর ৷ প্রায় ৮৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
প্রসঙ্গত, বুধবার পিএনবি কেলেঙ্কারি মামলায় নীরব মোদীর সংস্থার সিএফও সহ চার আধিকারিককে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত। নীরব মোদীর আইনজীবী ইতিমধ্যেই আদালতে ২টো আবেদনপত্র জমা করেছেন। সেখানে সিবিআই এখনও পর্যন্ত নীরব মোদীর যত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তার একটি তালিকা দেওয়ার জন্য আবেদন করেছে তিনি।
এছাড়া সিবিআই ইতিমধ্যেই নীরব মোদীর সংস্থার যে দুটি সার্ভার ব্লক করেছে, তার একটি অন্তত যেন আনব্লক করা হয় বলে আদালতে আবেদন জানিয়েছেন নীরবের আইনজীবী। নাহলে সংস্থার কাজ চালানোই এখন অসম্ভব হয়ে পড়েছে বলে দাবি তাঁর।
Be the first to comment