সব আর্জি খারিজ, কালই ফাঁসি নির্ভয়ার দোষীদের

Spread the love

আগামীকাল ফাঁসি হওয়ার কথা নির্ভয়া গণধর্ষণ ও হত্যায় সাজাপ্রাপ্ত চার দোষীর । সেই দিন পিছনোর আর্জি জানিয়েছিল তারা । কিন্তু তাদের সেই আবেদন খারিজ করল দিল্লি আদালত ।  

নির্ভয়ার অন্যতম দোষী অক্ষয় ঠাকুরের প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছিলেন রাষ্ট্রপতি ৷ এর বিরোধিতায় সুপ্রিম কোর্টে আজ সকালে আবেদন করে অক্ষয় ৷ আজ দুপুর 2.30 মিনিটে মুকেশ সিংয়ের আবেদনের শুনানি শুরু হতে না হতেই তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷ নির্ভয়ার অন্য এক দোষী পবন গুপ্তার কিউরেটিভ পিটিশনও আজই খারিজ করে সুপ্রিম কোর্ট ৷ নাবালকত্ব প্রমাণের আবেদন পুনর্বিবেচনার আর্জি খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করেছিল পবন ৷  

এর আগে সোমবার মৃত্যুদণ্ডে স্থগিতাদেশের জন্য আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয়েছিল অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা ও বিনয় শর্মা । ওই দিনই মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়ার জন্য নতুন করে কিউরেটিভ পিটিশন করার আবেদন করে মুকেশ সিং । কিন্তু তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত জানিয়ে দেয়, আর কোনও পথ খোলা নেই তার কাছে ।

এরপরই দিল্লি আদালত আজ মৃত্যুদণ্ডে স্থগিতাদেশের আর্জি খারিজ করে । সব কিছু ঠিক থাকলে আগামীকাল সকাল ৬ টায় ফাঁসি হবে নির্ভয়ার দোষীদের ।  

আদালতের রায়ের পর স্বভাবতই খুশি নির্ভয়ার মা ৷ আজ সুপ্রিম কোর্টের রায় প্রকাশ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, “আদালত তাদের এত সুযোগ দিয়েছে যে তার এখন প্রতিবারই ফাঁসির দিনের আগে নতুন করে কিছু না কিছু করছে আর ফাঁসির দিন পিছোচ্ছে ৷ এখন আমাদের আদালতও বুঝে গেছে তারা কী করছে ৷ আগামীকাল নির্ভয়া বিচার পারে ৷” 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*