“দিদিকে বলো”-এর সফল রূপায়নে মন্ত্রী নির্মল মাজি

Spread the love

পিয়ালি আচার্য,

“দিদিকে বলো” কর্মসূচী এখন যেন এক বিপ্লব এনেছে। এমএলএ, এমপি, মন্ত্রীরা গ্রামেগ্রামে ঘুরছেন এই দৃশ্য আমাদের অচেনা নয়। কিন্তু দলমত নির্বিশেষে সাধারন মানুষের বাড়িতে গিয়ে পাত পেড়ে খাওয়া, কুঁড়েঘরের ছোট্ট দাওয়ায় রাত্রিবাস করা- এইসব দৃশ্য প্রমাণ করছে তাঁরা যথার্থই জনপ্রতিনিধি। মমতা বন্দ্যোপাধ্যায়ের “দিদিকে বলো” একটা রোল মডেল বা নিদর্শন হিসেবে নেতা-কর্মীদের অনুপ্রাণিত করছে।

মন্ত্রী নির্মল মাজি দিদির অনুগত সৈনিক। “দিদিকে বলো” শুরু হওয়ার আগে থেকেই তিনি তাঁর বিধানসভা কেন্দ্রে নিয়মিত যেতেন। এলাকা তাঁর কাছে হাতের তালুর মতো চেনা। আর দিদি যখন নির্দেশ দিলেন আরও নিবিড় জনসংযোগের তখন তা অক্ষরে অক্ষরে পালন তো করেছেনই নির্মলবাবু, মানুষের প্রত্যাশার থেকেও ছাপিয়ে গিয়ে বারবার নিজের দল এবং অন্য দল মতাবলম্বী মানুষদের বাড়িতেও যাচ্ছেন।

আপনাদের সামনে “দিদিকে বলো”-এর সফল রূপায়নে নির্মল মাজির ঐকান্তিক চেষ্টা ও প্রাণপাত পরিশ্রমের কিছু ছবি তুলে ধরা হলো।

দেখুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*