বাজেটের আগেই কাশ্মীরি ভাষায় দেশভক্তি প্রকাশ সীতারামনের

Spread the love

দেশ জুড়ে বিক্ষোভের আবহ। বিভিন্ন জায়গায় চলছে নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ। তার উপরে ইকনমিক স্লো ডাউন। এছাড়াও কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার সিদ্ধান্তও চাপে ফেলেছিল মোদী সরকারকে। এরই মধ্যে মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ। সেই বাজেট পেশের শুরুতেই কাশ্মীরি ভাষায় দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন অর্থমন্ত্রী।

শনিবার সংসদে দ্বিতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। শুরুতেই কাশ্মিরী ভাষায় কয়েকটি লাইন পড়েন তিনি। তারপরই হিন্দিতে সেই লাইনগুলির ব্যাখ্যা দেন। অর্থ বুঝিয়ে তিনি বলেন, ‘আমার দেশ শালিমার বাগানের মত প্রানবন্ত, আমার দেশ ডাল লেকে ফুটে থাকা পদ্ম ফুলের মত। নওজওয়ানদের গরম রক্তের মত। আমার দেশ, তোমার দেশ। বিশ্বের সবথেকে সুন্দর দেশ।’

এই লাইনগুলি পড়ার পর সীতারামণ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা যা কাজ করছি, তার সবটাই আমাদের দেশের জন্য।

বলা বাহুল্য, ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে কাশ্মীরে অস্থিরতা। সেই অস্থিরতা এখনও জারি। কোথাও কোথাও ইন্টারনেট পরিষেবা ফিরে এলেও, এখনও স্বাভাবিক হয়নি সবকিছু। ছ’মাস ধরে বন্দি হয়ে আছেন ফারুক আব্দুল্লা, ওমর আব্দুল্লা, মেহবুবা মুফতির মত নেতা-নেত্রীরা। সম্প্রতি, আমেরিকার প্রতিনিধিরা এসে বলে গিয়েছেন, যাতে এদের দ্রুত ছেড়ে দেওয়া হয়। তাই বাজেট পেশে আগেই কাশ্মীরি ভাষায় দেশভক্তির এই কবিতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*