সোমবার ব্যাংক কর্তাদের সঙ্গে বৈঠক অর্থমন্ত্রী সীতারমনের

Spread the love

পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্তাদের সঙ্গে সোমবার বৈঠক করবেন। ওই বৈঠকে ঋণ দেওয়া সহ নানা বিষয়ে আলোচনা হবে যা দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করা যায়। এই বৈঠক করা হবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। আলোচনায় থাকবে সুদের হারের প্রসঙ্গ ঋণ পরিশোধে মোরাটোরিয়ামের অবস্থা ইত্যাদি।

গত ২৭ মার্চ আরবিআই সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে তিন মাসের মোরাটোরিয়াম দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিলছিল। লক ডাউনের সময় ঋণগ্রহীতাদের অসুবিধার কথা মনে রেখে এইসব সুবিধে দেওয়া হচ্ছে।

এর আগে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ধরনের পদক্ষেপ ঘোষণার প্রেক্ষিতে বৈঠক করেছেন সরকারি ও বেসরকারি উভয় ব্যাংকের কর্তাদের নিয়ে। রিভার্স রেপো মাধ্যমে ব্যাংকের হাতে অতিরিক্ত তহবিল এসেছে তা কেমন ভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে তা নিয়েও সোমবারের বৈঠকে আলোচনা হবে।

এছাড়া করোনা সংকটের মাইক্রোফিনান্স এবং এনবিএফসিকে যে আপৎকালীন ঋণের সহায়তা করা হবে টার্গেটেড লং টার্ম রেপো অপারেশন মারফত তারও পর্যালোচনা করা হবে। রাষ্ট্রয়ত্ত ব্যাংকগুলি লকডাউনের পর ক্ষুদ্র ছোট মাঝারি ক্ষেত্রে এবং কর্পোরেটদের জন্য ৪২,০০০ কোটি টাকার ঋণ অনুমোদন করেছে।

অর্থমন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছেন, ৩.২ কোটি ঋণগ্রহীতা ঋণ পরিশোধের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক যে মোরাটোরিয়াম ঘোষণা করা হয়েছিল তার সুবিধা গ্রহণ করেছে। পাশাপাশি তিনি জানিয়েছেন ,সরকারি ব্যাংক ৫.৬৬ লক্ষ কোটি টাকার যে ঋণ অনুমোদন করেছিল মার্চ এপ্রিল মাসে তা দেওয়া শুরু হবে লকডাউন উঠে যাবার সঙ্গে সঙ্গে। তিনি জানিয়েছিলেন, ১ মার্চ থেকে ৪মে পর্যন্ত ৭৭,৩৮৩ কোটি টাকা অনুমোদন করা হয়েছে যাতে নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলি এবং গৃহঋণ সংস্থাগুলির ঋণ সরবরাহ করার ক্ষমতা অব্যাহত থাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*