প্রধানমন্ত্রী মোদীর ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে ২০ লাখ কোটির প্যাকেজ ঘোষণার পরের দিন সাংবাদিক বৈঠক করে কোন আর্থিক খাতে কত সাহায্য, তা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পাশাপাশি করদাতাদের স্বস্তি দিতে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়ে ৩০ নভেম্বর ঘোষণা করলেন তিনি। এর আগে ৩১ জুলাই ছিল শেষ সীমা। এছাড়াও নির্দিষ্ট বেতন নেই এমন ব্যক্তিদের জন্য (non-salaried) TDS-এর হার কমানোর ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী।
নির্মলা সীতারমন জানিয়েছেন, নির্দিষ্ট সংস্থা থেকে বেতন পান না এমন ব্যক্তিদের সব TDS বা ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স-এর হার ২৫% কমানো হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এই ২৫% TDS কমানোর সিদ্ধান্ত আগামীকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত কার্যকর হবে। কেন্দ্রীয় কর্তাদের আশা, এর ফলে সাধারণ মানুষের হাতে ৫০ হাজার কোটি পৌঁছবে।
এছাড়াও ৩০ সেপ্টেম্বরের ট্যাক্স-অডিটের সময় বাড়িয়ে ৩১ অক্টোবর করা হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে বিবাদ থেকে বিশ্বাস (বিবাদ সে বিশ্বাস) প্রকল্পের মেয়াদ।
Be the first to comment