বাজারে আসছে ২০ টাকার নতুন কয়েন; জানালেন নির্মলা সীতারমণ

Spread the love

বাজারে আসছে ২০ টাকার নতুন কয়েন। এছাড়াও ১টাকা, ২ টাকা, ৫ টাকা ও ১০ টাকার নতুন কয়েন আনা হবে। শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সীতারমণ বলেন, গত ৫ বছরে কর ক্ষেত্রে অনেক সংস্কার করা হয়েছে। ৫৫ বছর লেগেছে এক ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছোতে। আমাদের লক্ষ্য ১০ বছরে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছানো।

এছড়াও অনাবাসী ভারতীয়দের জন্যও দেওয়া হবে আধার কার্ড। বাজেট পেশ করতে গিয়ে এদিন এমন ঘোষণাও করেন নির্মলা। অন্যদিকে, গান্ধীবাদের প্রচারের জন্য এবার ২ অক্টোবরের মধ্যে ‘গান্ধীপিডিয়া’ করা হচ্ছে। দেশজুড়ে একই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে আরও জোর দেওয়া হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশনের ব্যবস্থা করা হচ্ছে, এতে উপকৃত হবেন, ৩ কোটি ক্ষুদ্র ব্যবসায়ী।

এছাড়াও ৪৫ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণে সাড়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার কথা এদিন বাজেটে ঘোষণা করেন অর্থমন্ত্রী। গৃহধৃণের সুদে ছাড় ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩.৫ লক্ষ করা হলো। এখন থেকে প্যান কার্ড না থাকলেও আধার কার্ড দিয়ে করা যাবে আয়কর রিটার্ন। ধনীদের করের বোঝা বাড়ার কারনে ২ থেকে ৫ কোটি টাকা বার্ষিক আয়ে সারচার্জ বাড়ানো হলো। ৩ শতাংশ থেকে বেড়ে সারচার্জ করা হল ৭ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*