আজ বিকেল ৪টেয় দ্বিতীয় দফায় মোদীর আর্থিক প্যাকেজের ব্যাখ্যা দেবেন নির্মলা সীতারমণ

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের সময় ২০ লক্ষ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন। প্রথম দফায় সেই প্যাকেজের ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বৃহস্পতিবার ফের তিনি সেই প্যাকেজ সম্পর্কে আরও সবিস্তার জানাবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ দ্বিতীয় দফায় সাংবাদিক সম্মেলন করবেন নির্মলা। আর্থিক প্যাকেজের অন্যান্য দিকগুলি তিনি দেশবাসীর সামনে তুলে ধরবেন।

করোনা সঙ্কট কাটিয়ে নতুন ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তুলতে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ লক্ষ কোটি টাকার যে আর্থিক ত্রাণ প্যাকেজ ঘোষণা করেন, বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তারই প্রথম কিস্তির তালিকা প্রকাশ করলেন। দেশের শিল্প ও বাণিজ্য মহল এ দিনের ঘোষণাকে দরাজ সার্টিফিকেট দিলেও বিরোধী দলের নেতা-নেত্রীরা এই প্যাকেজকে ‘ভাঁওতা’ ছাড়া অন্য কিছু মানতে নারাজ।

বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ১৫ দফার প্রায় ৬ লক্ষ কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা করেন তার সিংহভাগই দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির (এমএসএমই) জন্য। তবে, সংস্থাগুলির জন্য সবচেয়ে বড় পাওয়া সম্ভবত এমএসএমই-এর সংজ্ঞা সংশোধন এবং বিভিন্ন সরকারি দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি থেকে তাদের বকেয়া বিলের পেমেন্ট আগামী ৪৫ দিনের মধ্যে পেয়ে যাওয়ার প্রতিশ্রুতি।

পাশাপাশি, চাকুরিজীবী নন এমন ব্যক্তিদের টিডিএস এবং চাকুরিজীবীদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে মাসিক অনুদানের হার কমিয়ে তাঁদের হাতে খরচ করার মতো আয় বাড়ানোর চেষ্টা করেছেন তিনি। কিন্তু, অর্থমন্ত্রীর ঘোষণায় পরিযায়ী শ্রমিক এবং সমাজের আর্থিক পিরামিডের নিচুতলার মানুষজন, যাঁরা করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে রুজি-রুটি খুইয়ে চরম দুরবস্থার মুখোমুখি, তাঁরা উহ্য থাকায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনায় সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, কংগ্রেস নেতা শশী থারুর প্রমুখ।

তবে, বিজেপির পাল্টা জবাব, প্যাকেজ ঘোষণার আগেই বিরোধীরা তাদের প্রতিক্রিয়া লিখে রাখে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*