বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। রাষ্ট্রায়ত্ত ১০টি ব্যাঙ্কের সংযুক্তিকরণের ঘোষণা করেন তিনি। এই ১০টি ব্যাঙ্ক মিশে নতুন ৪টি ব্যাঙ্ক তৈরি হবে। শুক্রবার সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারমন ঘোষণা করেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্কের সংযুক্তিকরণ হবে। এই তিন ব্যাঙ্ক মিলে দ্বিতীয় সর্বোচ্চ পাবলিক সেক্টর ব্যাঙ্ক হবে। যার সামগ্রিক ব্যবসার পরিমাণ ১৯.৯৫ লাখ কোটি টাকা। কানাড়া ব্যাঙ্ক ও সিন্ডিকেট ব্যাঙ্ক সংযুক্ত হবে। এই দুটি ব্যাঙ্ক সংযুক্ত হলে চতুর্থ পাবলিক সেক্টর ব্যাঙ্ক হবে। যার সামগ্রিক ব্যবসার পরিমাণ ১৫.২০ লাখ কোটি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মিলে যাচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক ও এলাহাবাদ ব্যাঙ্ক । এর ফলে তারা সপ্তম সর্বোচ্চ পাবলিক সেক্টর ব্যাঙ্কের মর্যাদা পাবে। যাদের যার সামগ্রিক ব্যবসার পরিমাণ ৮.০৮ লাখ কোটি টাকা। সেইসঙ্গে সংযুক্তিকরণ ঘটবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অন্ধ্র ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্কের। সংযুক্তিকরণের ফলে এই মুহূর্তে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা দাঁড়ালো ১২।
দেখুন ভিডিও!
Be the first to comment