রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে প্রাক-বাজেট বৈঠক সারলেন নির্মলা সীতারামন

Spread the love

আর কদিন বাদে সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাই ইতিমধ্যেই প্রাক-বাজেট বৈঠক সারছেন তিনি। সোমবার বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে প্রাক-বাজেট বৈঠক করলেন তিনি। ওই বৈঠকে রাজ্যের অর্থমন্ত্রীরা করোনার সংকটের পরিপ্রেক্ষিতে নানা পরামর্শ দেন -কেমন করে সংকোচন থেকে বৃদ্ধির পথে আসা যায় ,আয় বাড়ানো যায় ইত্যাদি।

বৈঠকে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা রাজকোষের দুরাবস্থার কথা বলেছেন। এক দিকে করোনার‌ মোকাবিলায় বিপুল খরচ অন্যদিকে লকডাউনের জন্য আয় কমে যাওয়া। সব মিলিয়ে নাজেহাল দশা। বেলাগাম ঘাটতি রীতিমতো দুশ্চিন্তার কারণ এখন নির্মলা সীতারামনের। যেখানে চলতি আর্থিক বছরে ৩.৫ শতাংশ ঘাটতি ধরা হয়েছিল সেখানে অংকটা বেড়ে কোথায় পৌঁছতে পারে তাই নিয়ে আশঙ্কা রয়েছে।

অর্থমন্ত্রকের বিবৃতি অনুসারে এই বৈঠক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করা হয়। এটাই প্রথম বাজেটের ইতিহাসে করোনা সংকটের জন্য এমন করে ভার্চুয়াল মোডে বৈঠক করা হলো। ইতিমধ্যে ৯টি স্বার্থ গোষ্ঠীর১৭০ জন প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ১৫টি প্রাক-বাজেট বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে এটি ছিল ১৬তম বৈঠক। গত মাসেই সীতারামন বেশ কিছু প্রাক-বাজেট বৈঠক করেছেন ‌। সেইসব বৈঠকেও আর্থিক নীতি, কর ব্যবস্থা , বৃদ্ধি ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*