কৃষিক্ষেত্রকে মজবুত করাই লক্ষ্য কেন্দ্র সরকারের ৷ ২০২১-এর কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে এমনই বার্তাই দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেই উদ্দেশ্যে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যে পরিবর্তন আনার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী ৷ যা পরিবর্তনের পর ফসলের উৎপাদন মূল্যের খরচ বাদ দিয়ে অন্তত ১.৫ শতাংশ কৃষকদের লাভ থাকবে বলে জানানো হয়েছে ৷
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে জানান, আমাদের সরকার কৃষকদের উন্নতিতে সচেষ্ট রয়েছে ৷ ন্যূনতম সহায়ক মূল্যেও পরিবর্তন আনা হচ্ছে ৷ যেখানে কৃষিতে উৎপাদনের খরচ বাদ দিয়ে ১.৫ শতাংশ মুনাফা সুনিশ্চিত করা হবে ৷
প্রসঙ্গত, তিনি আরও জানিয়েছেন, করোনা মহামারির সময় যখন দেশের শিল্পক্ষেত্রে উৎপাদন বন্ধ হয়ে গেলেও, কৃষিক্ষেত্রে উৎপাদন কয়েকগুণ বেড়েছে ৷ আগামী অর্থবর্ষে কৃষিক্ষেত্রে আয় ১৬.৫ লক্ষ কোটি টাকা করার লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্র সরকার ৷
বিগত কয়েক বছরে ফসলের মূল্য হিসেবে কেন্দ্র সরকার কৃষকদের কত টাকা দিয়েছে সেই তথ্যও এবারের বাজেটে তুলে ধরেছে কেন্দ্র সরকার ৷ সেই মত গম চাষীদের ২০১৩-১৪ অর্থবর্ষে ৩৩,৮৭৪ কোটি টাকা ফসলের মূল্য হিসেবে দিয়েছে কেন্দ্র ৷ একইভাবে ২০১৯-২০ সালে ৬২,৮০২ কোটি টাকা দেওয়া হয়েছে গম চাষীদের এবং ২০২০-২১ সালে ৭৫,০৬০ কোটি টাকা ফসলের দাম হিসেবে মিটিয়েছে কেন্দ্র সরকার ৷
Be the first to comment