রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণের আশ্বাস নির্মলা সীতারমণের

Spread the love

রাজ্যগুলিকে জিএসটির ক্ষতিপূরণ দেওয়া হবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আশ্বাস দিলেন। তবে কবে এই ক্ষতিপূরণ মেটানো হবে সে ব্যাপারে নিশ্চিত করে কোনও জবাব দেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ ইতিমধ্যেই বিরোধী শাসিত রাজ্যের অর্থমন্ত্রীরা আগস্ট-সেপ্টেম্বরের জিএসটি ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার তাঁরা দিল্লিতে নির্মলা সীতরামনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে পঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রীত সিংহ বাদল জানিয়েছে, এ ভাবে দিল্লিতে এসে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে হাত পাততে তাঁর ভাল লাগছে না এবং বিষয়টি তাঁর কাছে অস্বস্তিকর। তাঁর যুক্তি, স্কুল-হাসপাতাল চালানো, পেনশন-বেতন দেওয়া কঠিন হয়ে যাচ্ছে।

জিএসটি চালু হওয়ার সময় শর্ত দেওয়া হয়েছিল, ২০১৫-১৬ সালে রাজ্যগুলির আয়কে ভিত্তি ধরে প্রতি বছর জিএসটি থেকে ১৪% হারে রোজগার বাড়তে হবে। আর সেটা না-হলে কেন্দ্র ক্ষতিপূরণ দেবে৷ সে জন্য বিলাসবহুল এবং পরিবেশের পক্ষে ক্ষতিকারক পণ্যের উপর বাড়তি সেস বসিয়ে তহবিল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অথচ গত অগস্ট-সেপ্টেম্বরের সেই জিএসটি ক্ষতিপূরণ যেটা অক্টোবরেই রাজ্যগুলিতে দিয়ে দেওয়ার কথা ছিল সেটা এখনও পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে ৷

এমনিতেই অর্থনীতির বেহাল দশা৷ বিভিন্ন পণ্যের ক্ষেত্রে চাহিদা কমেছে ৷ ফলে এই বিশেষ সেস বাবদ আয়েও টান পড়েছে। সেস বাবদ আয় যথেষ্ঠ না হলে ক্ষতিপূরণ দেওয়া কঠিন হয়ে পড়ছে ৷ অক্টোবরে যেখানে৭৬০৭ কোটি টাকা সেস মিলেছে সেখানে জিএসটি ক্ষতিপূরণের বোঝা প্রায় ১৩ হাজার কোটি। ফলে এখানেও ঘাটতি ৷ গত আগস্ট পর্যন্ত সেস খাতে আয় ও ক্ষতিপূরণের ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২৪ হাজার কোটি। এজন্যেই রাজ্যের বকেয়া মেটাতে এত দেরি হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*