বাজেট অধিবেশনে দীর্ঘ ভাষণ দেওয়ার রেকর্ড রয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। কিন্তু এ বছর মাত্র দেড় ঘণ্টায় বাজেট প্রস্তাব শেষ করে সংক্ষিপ্ততম ভাষণের রেকর্ড তৈরি করলেন অর্থমন্ত্রী। ২ ঘণ্টা ৪০ মিনিট ভাষণ দেওয়ারও রেকর্ড রয়েছে নির্মলা সীতারামনের। সেখানে তিনি ১ ঘণ্টা ৩০ মিনিটে ২০২২-২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট প্রস্তাব শেষ করেছেন মঙ্গলবার। এ বছর নির্মলা সীতারামন দ্বিতীয়বারের জন্য পেপারলেস বাজেট পেশ করলেন। ট্যাব দেখে গোটা বাজেট প্রস্তাব পড়েছেন তিনি। ২০১৯ সালে নির্মলা সীতারামন ২ ঘণ্টা ১৫ মিনিট বাজেট পড়েন। অর্থাৎ ১৩৫ মিনিট। পরের বছর ২০২০ সালে তা বেড়ে ২ ঘণ্টা ৪০ মিনিটে দাঁড়ায়। অর্থাৎ ১৬০ মিনিট। ২০২০ সালে দীর্ঘতম বাজেট বক্তৃতা হলেও সে বার শেষ দু’পাতা পড়তে পারেননি অর্থমন্ত্রী।
তবে এবার আগে থেকেই আভাস দিয়েছিল সংবাদসংস্থা এএনআই, ভাষণ-পর্ব ছোট হবে। এর আগে ২০০৩ সালে যশবন্ত সিনহা ২ ঘণ্টা ১৫ মিনিট বাজেট বক্তৃতা করেন। ভারতে দীর্ঘ বাজেট বক্তৃতার ইতিহাসে নাম রয়েছে মনমোহন সিং, অরুণ জেটলিরও। পিভি নরসিমা রাওয়ের মন্ত্রিসভায় ১৯৯১ সালে অর্থমন্ত্রী ছিলেন মনমোহন। শব্দ সংখ্যার নিরিখে সে বছর রেকর্ড গড়েছিলেন ১৮ হাজার ৬৫০টি শব্দ বলে। ২০১৮ সালের বাজেট বক্তৃতায় মনমোহন সিংয়ের থেকে সামান্য কিছু পিছনে ছিলেন অরুণ জেটলি। ১৮ হাজার ৬০৪টি শব্দ বলেছিলেন তিনি। ১ ঘণ্টা ৪৯ মিনিট লেগেছিল সেই বাজেট পেশ করতে।
এবার কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান হবে। একইসঙ্গে সমস্ত করদাতাকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী জানান, কর ব্যবস্থা সরলীকরণ করাই লক্ষ্য। প্রত্যক্ষ কর ব্যবস্থার সংস্কারে বিশেষ জোর দেওয়া হবে। করদাতারা আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন ২ বছরের মধ্যে।
Be the first to comment