অর্থনীতিতে গতি আনতে ফের নয়া পদক্ষেপ গ্রহণ করলো কেন্দ্র। দেশীয় কোম্পানিগুলির ক্ষেত্রে আয়কর প্রদানের হার পরিবর্তন করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শুক্রবার জানান, আয়কর প্রদানের হার ২২ শতাংশ করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যে সমস্ত কোম্পানিগুলি সরকারের কাছ থেকে ইনসেনটিভ নেবে না, তারাই এর আওতায় পড়বে।
এদিন অর্থমন্ত্রী আরও জানান, যে সমস্ত দেশীয় কোম্পানি সারচার্জ এবং সেস দিচ্ছে তাদের ক্ষেত্রে MAT(মিনিমাম অলটারনেট ট্যাক্স)-এ বিশেষ ছাড় দেওয়া হবে। এই ছাড় ১৮.০৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থমন্ত্রীর আজ এই ঘোষণার পর সেনসেক্স ১২৭৬.২৬ পয়েন্ট বেড়েছে।
Be the first to comment