করোনা মোকাবিলায় সারা দেশ এখন গৃহবন্দি। আশংকা ছিল, চলতে অর্থবর্ষে আয়কর রিটার্নের তারিখ পিছিয়ে দেওয়া হবে কিনা। মঙ্গলবার, দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে সেই জল্পনার অবসান ঘটালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
অর্থমন্ত্রী এদিন বৈঠকে জানিয়েছেন, ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর রিটার্নের দিন পিছিয়ে দেওয়া হয়েথে। আয়কর জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ জুন।শুধু রিটার্নই নয়, এর সঙ্গে বেশ কয়েকটি জরুরি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, যে সব সংস্থার বার্ষিক লেনদেন গড়ে ৫ কোটি টাকার কম, সেই সব সংস্থার আয়কর জমা দেওয়ার কোনও লেট ফি দিতে হবে না। কমিয়ে দেওয়া হয়েছে সুদের হারও।
প্রসঙ্গত, আয়কর রিটার্ন তো বটেই, জিএসটি রিটার্ন, আধার-প্যান কার্ড সংযোগের তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে। তিন মাসের জন্য ডেবিট কার্ডের গ্রাহকরা যে কোনও ব্যাংকের এটিএম থেকে উইথড্র ক্যাশ করতে পারবেন। এর জন্য আলাদা কোনও চার্জ কাটা হবে না।
উল্লেখ্য, আয়কর রিটার্নের ক্ষেত্রে দেরিতে টাকা জমা দেওয়ার বিষয়ে সুদ নেওয়া হত ১৯ শতাংশ। করোনার জেরে তা কমিয়ে দেওয়া হয়েছে। দেরিতে টাকা জমা দিলে সুদ নেওয়া হবে ৯ শতাংশ।অর্থমন্ত্রীর এই ঘোষণার জেরে কিছুটা স্বস্তি এসেছে ব্যবসায়ী মহলে। কারণ করোনা মোকাবিলায় সারাদ দেশেই জারি করা হয়েছে লকডাউন। ফলে অধিকাংশ ব্যবসা এখন প্রশ্নের মুখে।
Be the first to comment