প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্যাকেজ ঘোষণার দ্বিতীয় দিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করলেন পরিয়ায়ী শ্রমিকদের জন্য থাকার ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় এই থাকার ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেন তৈরি করা হচ্ছে রেন্টাল হাউজিং স্কিম। একানে কম ভাড়ায় থাকার ব্যবস্থা করা হবে। এই সুবিধা পাবেন শহরের দরিদ্রসীমার নীচে বসবাসকারীরাও।
এজন্য সরকারী অনুদানে তৈরি বাড়িগুলিকে ব্যবহার করা হতে পারে। পিপিপি মডেলে তৈরি বাড়িগুলিকে কাজে লাগানোর ভাবনা রয়েছে সরকারের। সীতারমণ জানিয়েছেন বিভিন্ন শিল্পসংস্থাকে উৎসাহ দিয়ে কম খরচে হাউসিং কমপ্লেক্স বানানো পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। হাউজিং সেক্টরে ৭০ হাজার কোটি টাকা অনুদানের ব্যবস্থা করেছে কেন্দ্র বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে শ্রমিকদের সাহায্যের বার্তা দিলেন নির্মলা সীতারামন। আগামী দু’মাস সব পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে খাবার দেওয়ার কথা বলেন তিনি। তাদের প্রত্যেককে পাঁচ কেজি করে চাল বা গম ও এক কেজি ডাল দেওয়া হবে। বিপিএল কার্ড না থাকলেও এই খাবার বিনামূল্যে পাবেন তাঁরা।
সীতারামন আরও জানিয়েছেন, ‘আট কোটি পরিযায়ী শ্রমিক বিনামূল্যে খাবার পাবে। সব খরচ বহন করবে কেন্দ্র। পুরো স্কিমের জন্য খরচ হবে ৩৫০০ কোটি টাকা। সেই খাবার রাজ্য সরকারের মাধ্যমে সরবরাহ করা হবে। এজেন্সি তৈরি করে রাজ্য সরকারগুলিকে পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করতে হবে।’
এদিকে, করোনার সঙ্গে প্রাণপণ লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি ‘এক দেশ, এক রেশন কার্ড’, পরিকল্পনাও কার্যকর করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের আর্থিক প্যাকেজের বিবরণ দিতে গিয়ে একগুচ্ছ ঘোষণার মধ্যেও রেশন কার্ডের ব্যবস্থা নিয়ে নয়া ভাবনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
Be the first to comment