উন্নত বিমান পরিষেবার জন্য বিধিনিষেধ কমানোর সিদ্ধান্ত সরকারের : নির্মলা

Spread the love

বেসামরিক বিমান পরিষেবাকে আরও উন্নত করে তুলতে ভারতীয় বিমান পরিষেবার উপর বিধিনিষেধ কমানো হবে । আজ চতুর্থ দফায় আর্থিক প্যাকেজ ঘোষণার সময় এমনই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । পাশাপাশি তিনি ঘোষণা করেন, আরও ছয়টি বিমানবন্দরকে বেসরকারি সংস্থাগুলির কাছে নিলামে তোলা হবে । এর ফলে বিমান খাতে বছরে প্রায় এক হাজার কোটি টাকার লাভ হবে ।

আজ আর্থিক প্যাকেজ ঘোষণার সময় নির্মলা বলেন, “আজ পর্যন্ত ভারতের আকাশসীমার মাত্র ৫০ শতাংশই বিনামূল্যে ব্যবহার করা হত । এটির বৃদ্ধি ও এর উপযুক্ত ব্যবহার করা দরকার । এর ফলে কেবল জ্বালানি ব্যয়ই সাশ্রয় করবে না, সময়ও সাশ্রয় করবে । বেসামরিক বিমান পরিষেবাকে চাঙ্গা করতে এটি করা হচ্ছে । এটি এমন একটি সেক্টর যার ভারতে অভাবনীয় সম্ভাবনা রয়েছে ।”

ভারতে আরও বিশ্বমানের বিমানবন্দর তৈরির জন্য ছয়টি বিমানবন্দরকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) জন্য চিহ্নিত করা হয়েছে । প্রথম ও দ্বিতীয় রাউন্ডে বেসরকারি সংস্থাগুলি ১২টি বিমানবন্দরের জন্য অতিরিক্ত ১৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে আশাবাদী নির্মলা ।

অর্থমন্ত্রী আরও বলেন, বিমানের রক্ষণাবেক্ষণ, মেরামত ও বিমান পরিষেবাকে ঢেলে সাজানোর কাজ বর্তমানে বিদেশে করা হচ্ছে । তবে, ভারতে এই কাজ করার জন্য আরও উৎসাহ দেওয়া হবে । “একবার হাব তৈরি হয়ে গেলে দেশের এমন কী, বিদেশি বিমান সংস্থাগুলিরও এখানে MRO করানোর জন্য আকর্ষনীয় বাজার হতে পারে । এটি সামরিক ও বেসামরিক উভয় পরিষেবার জন্যই করা হবে । এতে প্রতি দুই বছরে কমপক্ষে ৮০০-১২০০ কোটি টাকা সাশ্রয় হবে ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*