কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে ফের একবার ধাক্কা খেয়েছে ভারতীয় অর্থনীতি। এই পরিস্থিতিতে ফের একবার আর্থিক প্যাকেজের ঘোষণা করল কেন্দ্র। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন যে করোনা জর্জরিত শিল্পগুলিকে ফের একবার ঘুরে দাঁড়াতে সাহায্য করতে ১.১ লক্ষ কোটি টাকার ঋণ গ্যারান্টি স্কিম চালু করবে কেন্দ্র। এর মধ্যে ৫০ হাজার কোটি টাকা স্বাস্থ্য ক্ষেত্রের জন্যে বরাদ্দ থাকবে।
এদিন নির্মলা সীতারমন বলেন, ‘এই স্কিমের মাধ্যমে সর্বোচ্চ ১০০ কোটি পর্যন্ত ঋণ নেওয়া যাবে। ৭.৯৫ শতাংশ প্রতি বছর সুদের হারে এই টাকা ঋণ হিসেবে নেওয়া যাবে। সেই ঋণের গ্যারান্টার হবে কেন্দ্রীয় সরকার। গ্যারান্টি ছাড়া এই ধরনের ঋণের ক্ষেত্রে ৯ থেকে ১০ শতাংশ সুদ গুনতে হত।’
একই সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, এই স্কিমের জন্যে বরাদ্দ অর্থকে দু’টি ভাগে ভাগ করে ব্যবহার করা হবে। একটি ভাগ দেওয়া হবে স্বাস্থ্যক্ষেত্রকে। দ্বিতীয় ভাগটি দেওয়া হবে কোভিড জর্জরিত অন্যান্য ক্ষেত্রগুলিকে। স্বাস্থ্য়ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ৫০ হাজার কোটি টাকা। আর বাকি ৬০ হাজার কোটি টাকা খরচ হবে অন্যান্য ক্ষেত্রগুলির জন্য।
Be the first to comment