বড় কোনও ঘোষণা না করা হলেও ২০২৪-এর অন্তর্বর্তী বাজেট লোকসভা নির্বাচনে বিশেষ প্রভাব ফেলতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। অর্থমন্ত্রী এদিন নতুন ঘোষণা খুব বেশি না করলেও, সার্বিকভাবে যে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রাখা হয়েছে, সে কথাই উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার পর প্রশংসা করে মোদী এই বাজেটকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এই বাজেটের প্রভাবে কৃষকদের আয় বাড়বে ও কর্মসংস্থান বাড়বে বলে উল্লেখ করেছেন তিনি।
লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। দেশ জুড়ে রাজনৈতিক দলগুলির তোড়জোড় শুরু হয়েছে। তাই আজ, বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কী বলবেন, সেদিকে নজর ছিল সব মহলের। অন্তর্বর্তী বাজেট হওয়ায় এবার যে বড় কোনও ঘোষণা করা হবে না, তা আগে থেকেই অনুমান করেছিলেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তবে ১০ বছরে মোদী সরকার কী কী করেছে, আর আগামী কয়েক বছরের জন্য কী কী পরিকল্পনা রয়েছে, সে কথা স্পষ্ট করে দিলেন অর্থমন্ত্রী। ২০২৪-এ যে মোদী সরকার আবারও মানুষের আশীর্বাদ পাবে, সেই আশাও বাজেট বক্তৃতায় প্রকাশ করেছেন নির্মলা।
লক্ষ্মীবারে বাজেটে কী কী গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী, একনজরে
১. আগামী ৫ বছরে অভূতপূর্ব উন্নয়ন দেখবে ভারতবাসী। ২০৪৭ সালের মধ্যে উন্নয়নের বিশেষ লক্ষ্যমাত্রা স্থির করেছে মোদী সরকার।
২. মধ্যবিত্তরা যাতে নিজেদের বাড়ি তৈরি করতে পারে, ভাড়া বাড়ি ছেড়ে মাথার ওপর ছাদ পায়, তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মোদী সরকার। আবাস যোজনার আওতায় ইতিমধ্যেই তৈরি হয়েছে ৩ কোটি বাড়ি, আগামী পাঁচ বছরে আরও ২ কোটি বাড়ি তৈরি হবে।
৩. পর্যটনের ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করা হবে আগামী ৫ বছরে। এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী।
৪. কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য বিমা আয়ুস্মান ভারত নিয়ে বিশেষ ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, এবার থেকে সব আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা এই স্কিমের আওতায় পরিষেবা পাবেন।
৫. তিনটি নতুন রেলের ইকনমিক করিডর তৈরির করার কথা ঘোষণা করেছে অর্থমন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে ব্যবসার জন্য এই করিডর কাজে লাগবে।
৬. ১ কোটি বাড়িতে পৌঁছে যাবে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা। প্রতি মাসে ৩০০ ইউনিট করে বিদ্যুৎ পাবে ওই পরিবারগুলি।
Be the first to comment