মাসখানেক আগেই আর্থিক বাজেটে ঘুরপথে মধ্যবিত্তের উপর কর চাপানোর আভাস দিয়েছিলেন ৷ কিন্তু মাস কয়েকের মধ্যেই দরাজ হস্তে মধ্যবিত্তের মুখে হাসি ফোটানোর চেষ্টা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ গৃহঋণ ও গাড়ি ঋণে সুদ কমানোর কথা বললেন নির্মলা সীতারমণ ৷ একইসঙ্গে ব্যাঙ্কিং ক্ষেত্রগুলি পুনরুজ্জীবিত করতে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ পাশাপাশি GST সরলীকরণের মাধ্যমে সাধারণ মানুষের উপর চাপ কমানোর চেষ্টা করলেন ৷
কোন পথে এগোচ্ছে দেশ ? অর্থনীতিকে চাঙ্গা করতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ নিয়ে আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সংকটের মুখে অর্থনীতি ৷ GDP হারও কমছে ক্রমশ, এই মুহূর্তে প্রায় ৩.২ শতাংশ ৷ এমতাবস্থায় ভারতের অর্থনীতি অন্য দেশের তুলনায় যথেষ্ট চাঙ্গা, আমেরিকা ও চিনের নাম উল্লেখ করে একথা বলেন নির্মলা ৷ অর্থনীতিকে ‘বুস্ট আপ’ করতে ঘোষণা করেন ৩২টি পন্থার কথা ৷ মধ্যবিত্তের উপর থেকে ঋণের বোঝা কমাতে গৃহঋণ ও গাড়ি ঋণে সুদ কমানোর কথাও বলেন নির্মলা ৷
অর্থনীতি সংকটের মুখে পড়ায় কর্মহারা হচ্ছেন অনেকেই ৷ বিশেষ করে অটোমোবাইল ক্ষেত্রের পরিস্থিতি সবচেয়ে ভয়ানক ৷ এই পরিস্থিতিতে সারা বিশ্বের চিত্রটা ঠিক কী, তা নিয়েই এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য পেশ করেন নির্মলা ৷ আর্থিক সংস্কার দেশের অগ্রাধিকার, ২০১৪ সাল থেকে সেই প্রচেষ্টাই করছে মোদী সরকার, বলেন নির্মলা ৷
GST, কর ব্যবস্থা সরলীকরণের কথা ভাবছে আয়কর এবং শ্রম আইন সহজ করার প্রচেষ্টা করছে সরকার, সাংবাদিক বৈঠকে একথা জানান নির্মলা ৷ বলেন, ব্যাঙ্ক স্বচ্ছ OTS নীতি (এককালীন বন্দোবস্ত ) শুরু করেছে চলেছে ৷ ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট (FPI)-এ বর্ধিত সারচার্জ তুলে নিল কেন্দ্র । আজ সীতারমন সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন এটিও । দেশীয় বিনিয়োগকারীদেরও সুবিধা দেওয়ার কথা বলেন তিনি ৷
Be the first to comment