১০২ ট্রিলিয়ন টাকার পরিকাঠামো প্রকল্প উন্মোচন অর্থমন্ত্রী

Spread the love

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মঙ্গলবার উন্মোচন করলেন ১০২ ট্রিলিয়ন টাকার পরিকাঠামো প্রকল্প যা আগামী পাঁচ বছরে কার্যকরী করা হবে সরকারি খরচে দেশের পরিকাঠামো ঢেলে সাজাতে ৷ এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান, স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, পরিকাঠামো ক্ষেত্রে ১০০ ট্রিলিয়ন টাকা লগ্নি করা হচ্ছে ৷

তিনি জানান, তারপরেই একটি টাক্স ফোর্স চার মাস ৭০ শতাংশ স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে চিহ্নিত করেছে ১০২ ট্রিলিয়ন মূল্যের প্রকল্প৷ এই প্রকল্পগুলি হল গত ছয় বছরে কেন্দ্র ও রাজ্যে খরচ করা ৫১ শতাংশ , তাছাড়া পাইপ লাইনে থাকা কেন্দ্র ওরাজ্যের ৩৯ শতাংশ প্রকল্প এবং বাকী ২২ শতাংশ বেসরকারি প্রকল্প।

তিনি জানান, চিহ্নিত প্রকল্পগুলি হল বিদ্যুৎ, রেল, নগরোন্নয়ন , সেচ , শিক্ষা স্বাস্থ্য ৷ প্রায় ২৫ ট্রিলিয়ন শক্তির প্রকল্প সারিতে রয়েছে এবং তাছাড়া আরও ২০ ট্রিলিয়ন সড়ক এবং ১৪ ট্রিলিয়ন রেল প্রকল্প রয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*