অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মঙ্গলবার উন্মোচন করলেন ১০২ ট্রিলিয়ন টাকার পরিকাঠামো প্রকল্প যা আগামী পাঁচ বছরে কার্যকরী করা হবে সরকারি খরচে দেশের পরিকাঠামো ঢেলে সাজাতে ৷ এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান, স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, পরিকাঠামো ক্ষেত্রে ১০০ ট্রিলিয়ন টাকা লগ্নি করা হচ্ছে ৷
তিনি জানান, তারপরেই একটি টাক্স ফোর্স চার মাস ৭০ শতাংশ স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে চিহ্নিত করেছে ১০২ ট্রিলিয়ন মূল্যের প্রকল্প৷ এই প্রকল্পগুলি হল গত ছয় বছরে কেন্দ্র ও রাজ্যে খরচ করা ৫১ শতাংশ , তাছাড়া পাইপ লাইনে থাকা কেন্দ্র ওরাজ্যের ৩৯ শতাংশ প্রকল্প এবং বাকী ২২ শতাংশ বেসরকারি প্রকল্প।
তিনি জানান, চিহ্নিত প্রকল্পগুলি হল বিদ্যুৎ, রেল, নগরোন্নয়ন , সেচ , শিক্ষা স্বাস্থ্য ৷ প্রায় ২৫ ট্রিলিয়ন শক্তির প্রকল্প সারিতে রয়েছে এবং তাছাড়া আরও ২০ ট্রিলিয়ন সড়ক এবং ১৪ ট্রিলিয়ন রেল প্রকল্প রয়েছে ৷
Be the first to comment