ছেলের প্রাণভিক্ষা চাইলেও মন গললো না জঙ্গিদের, প্রাণ গেলো স্পেশ্যাল পুলিশ অফিসারের

Spread the love
হাত জোড় করে ছেলের প্রাণভিক্ষা চাইছেন ৭০ বছরের সাইদা বেগম। তাঁর ছেলে নিসার আহমেদ ছিল স্পেশ্যাল পুলিশ অফিসার। জঙ্গিরা তাঁকে অপহরণ করে। সাইদা বেগম জঙ্গিদের কাছে আবেদন জানিয়েছিলেন, আমার ছেলে জুম্মার নামাজের পরেই চাকরি ছেড়ে দেবে। কিন্তু তাতে মন গলেনি জঙ্গিদের।
কাশ্মীরে জঙ্গি দমনের জন্য অস্থায়ী ভিত্তিতে স্পেশ্যাল পুলিশ অফিসারদের নিয়োগ করা হয়। কয়েকদিন আগে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন হুমকি দেয়, স্পেশ্যাল পুলিশ অফিসারদের অবিলম্বে চাকরি ছাড়তে হবে। যারা চাকরি ছাড়বে না তারা তো মরবেই, তাদের পরিবারের লোকজনও রেহাই পাবে না।
হুমকি দেওয়ার কিছুদিনের মধ্যে হিজবুল কাশ্মীরের শোপিয়ান জেলা থেকে তিন পুলিশকর্মীকে অপহরণ করে। নিসার আহমেদ তাদেরই একজন। শুক্রবার সকাল সাতটায় জঙ্গিরা ৪৪ বছরের নিসারের বাড়িতে হানা দেয়। তিনি ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি। তাঁর বাড়ির লোকেরা জঙ্গিদের কাছে মিনতি করে বলে, নিসার আজই চাকরি ছেড়ে দেবে। পরে তাঁর মা বলেন, নিসার আমাদের একমাত্র ছেলে। সে এই চাকরি করুক আমরা চাই না।
কিন্তু জঙ্গিরা অনুনয়-বিনয়ে কান দেয়নি। অপহরণ করার আধ ঘন্টার মধ্যে নিসার ও অপহৃত ওপর তিন পুলিশ কর্মীকে হত্যা করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*