দিনহাটায় নিজের বুথেই এজেন্ট দিতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক

Spread the love

উপনির্বাচন ঘিরে বিক্ষিপ্ত অশান্তি দিনহাটায়। কোথাও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি, কোথাও আবার উলটপুরাণ। তবে তাৎপর্যপূর্ণভাবে গত বিধানসভা ভোটে জয়ী প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক নিজের বুথেই এজেন্ট বসাতে পারেননি বলে খবর। যা দেখে তৃণমূলের কটাক্ষ, দিনহাটায় বিজেপিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের সংগঠনই নেই, এজেন্ট দেবে কীভাবে? যদিও বিজেপির পালটা দাবি, ভয় দেখিয়ে এজেন্টদের বুথছাড়া করছে তৃণমূল।

শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার মধ্যে অন্যতম কোচবিহারের দিনহাটা কেন্দ্র। গতবার এই কেন্দ্র থেকেই ভোটে জিতেছিলেন নিশীথ প্রামাণিক। পরে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। বদলে সাংসদ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে বসেন। এবার এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অশোক মণ্ডল। প্রচারে বেরিয়ে একাধিকবার অশান্তিতে জড়িয়েছেন তিনি। বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে।

উলটোদিকে তৃণমূলের প্রার্থী পরিচিত মুখ উদয়ন গুহ। বিধানসভা ভোটে মাত্র ৫৭ ভোটে নিশীথের কাছে হেরেছিলেন তিনি। উত্তরবঙ্গের কোচবিহারে বিজেপির সংগঠন দুর্বল হয়েছে। আর তাই তাঁরা একাধিক বুথে এজেন্ট দিতে পারছেন না বলে দাবি করেছেন তৃণমূলের জেলা কমিটির সভাপতি তথা প্রার্থী উদয়ন গুহ।

যদিও সেই কথা মানতে নারাজ বিজেপি। নিশীথ প্রামাণিকের অভিযোগ, বিধানসভাজুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। এজেন্টদের ভয় দেখাচ্ছে তারা। একই অভিযোগ করেছেন প্রার্থী অশোক মণ্ডলও। এদিকে এদিন সকালে বিজেপি প্রার্থীকে নিজের বুথেই হেনস্তা করার অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও ঘাসফুল শিবির সেই অভিযোগ অস্বীকার করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*