বিশেষ প্রতিনিধি,
২০১৪ সালে ক্ষমতায় আসার পরই প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও নীতি আয়োগের বৈঠকের গোড়া পত্তন করেছে ৷ মূলত কেন্দ্র-রাজ্য সম্পর্কের উন্নতি সাধন, রাজ্যের উন্নয়ন, দাবি দাওয়া ইত্যাদি নানা উন্নয়নমূলক বিষয় নিয়েই আলোচনা করা হয়ে থাকে এই বৈঠকে৷ রাজনৈতিক মহল মনে করছে এবারের বৈঠকে একাধিক প্রশ্নবাণে জর্জরিত হতে পারেন প্রধানমন্ত্রী ৷
বৈঠকের আগে উদ্বোধনী ভাষণ দিয়ে বৈঠকের গোড়া পত্তন করেছেন৷ উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী সব রাজ্যের ভূমিকায় প্রশংসা করেছেন৷ কেন্দ্র-রাজ্য সমন্বয় সাধনের জন্যই মমতা বন্দ্যোপাধাধ্যায় ছাড়াও বৈঠকে যোগ দিতে উপস্থিত আছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও৷
২০১৯ লোকসভা নির্বাচনের আগে এটাই বর্তমান মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ নীতি আয়োগের বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক মুখ্যমন্ত্রীর বিরোধিতার মধ্যেই ‘টিম ইন্ডিয়া’-র স্লোগান তুলে দেশকে একজোট করার চেষ্টা চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দেশের মুখ্যমন্ত্রীদের নিয়ে নীতি আয়োগের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ”আমরা একজোট হয়ে দেশের সমস্যা সমাধানে অঙ্গিকারবদ্ধ। টিম ইন্ডিয়ার মতো কাজ করতে হবে।”
Be the first to comment