পরাজয়ের দায়িত্ব নিতে হবে দলীয় নেতৃত্বকেই। সাফ জানালেন মোদির মন্ত্রিসভার সদস্য নীতিন গডকড়ি। পরাজয়ের কারণ রাজ্যস্তরের নেতাদের ঘাড়েই চাপানোর চাপানোর চেষ্টা চলছে গেরুয়া শিবিরে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য বিরোধীদের হাতেই অস্ত্র তুলে দেবে বলে মনে করা হচ্ছে।
কেননা, ৫ রাজ্যের বিধানসভায় ফলাফল ঘোষণার পর থেকেই মোদি ম্যাজিক, মোদি ক্যারিশমা শেষ বলে সুর তুলতে শুরু করেন বিরোধীরা। পাল্টা হিসেবে রাজ্যস্তরের নেতাদের কারণেই শোচনীয় ফল হয়েছে বলে দায় সারে কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু প্রাক্তন বিজেপি সভাপতির মন্তব্য অস্বস্তি শুরু হয়েছে দলের অন্দরেই।
পুণের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার তিনি বলেন, সাফল্য এলে কৃতিত্ব দাবি করার জন্য লোকের অভাব হয় না। কিন্তু ব্যর্থতা এলেই একে অপরকে দোষ দেওয়ার প্রবণতা দেখা দেয়। নেতৃত্বের উচিত ব্যর্থতার দায় মেনে নেওয়া। আর সেটা করার সাহস না থাকলে দলের প্রতি কিসের আনুগত্য? দলের নিশ্চই কোথাও কোনও খামতি ছিল। তাই মানুষ রভরসা করতে পারেনি।
Be the first to comment