নীতিন-মমতা বৈঠক; কথা হলো রাস্তা মেরামতি ও সম্প্রসারণ নিয়েই, উঠে এলো আমফান, ইয়াসে ক্ষতিগ্রস্থ রাস্তাগুলির মেরামতি প্রসঙ্গও

দেখা করলেন ডিএমকে নেত্রী কানিমোঝির সঙ্গেও

Spread the love

রাজধানীতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ির সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর মধ্যেই রাজ্যের আর্জি নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ির সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীকে তাঁর আরও আবেদন, কলকাতায় যেন ফ্লাইওভারের সংখ্যাও কিছু বাড়ানো হয়।

গড়করীর বাসভবনে এ দিন প্রায় ঘণ্টাখানেকের বৈঠক করেন মমতা। বেরিয়ে জানান, কথোপকথন অত্যন্ত ইতিবাচক হয়েছে। মন্ত্রীর কাছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের একাধিক এলাকায় নতুন সড়কের দাবি জানিয়েছেন তিনি। মমতা বলেন, “গঙ্গাসাগর মেলার জন্য সুন্দরবনে একটা ব্রিজ তৈরির আবেদন জানিয়েছি। দিঘা রোড যাতে বাড়ানো যায় সেটা বলেছি। বারাসত ও বনগাঁর মধ্যে যে রাস্তাটা তৈরি হচ্ছে তা যদি ফ্লাইওভারের মতো উঁচুতে হয় তাহলে ভাল হয়। নাহলে ওই রাস্তার ধারে লাখো লাখো মানুষ থাকেন, আমি তাঁদের উচ্ছেদ করতে চাই না।”।

এছাড়া আমফান, ইয়াসে ক্ষতিগ্রস্থ রাস্তাগুলির মেরামতির জন্যেও অতিরিক্ত অর্থ বরাদ্দের কথাও বলেন তিনি। এদিনের মমতা -নীতিন বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের আধিকারিকরা।

প্রসঙ্গত, রাজ্যে আগামীদিনে বেশ বড় কিছু বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। শিল্পের জন্য যোগাযোগের রাস্তাও মজবুত হওয়া দরকার। এছাড়া উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাকি দেশের যোগাযোগের মাধ্যম বাংলাই। তাই এরাজ্যের জন্য আরও বেশ কিছু নতুন সড়কের প্রয়োজন বলে বৃহস্পতিবার নীতিন গডকড়ির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘা, বারাসত-বনগাঁ রাস্তার সংখ্যা বাড়ানো সহ সুন্দরবনেও রাস্তা বাড়ানোর আবেদন জানিয়েছেন মমতা।

https://www.facebook.com/DigitalJagoBangla/videos/1099111130617699/
ভিডিও সৌজন্যে- “জাগো বাংলা”-এর ডিজিটাল পেজ

এছাড়াও ধসের কারণে মাঝেমধ্যেই বন্ধ হয়ে যায় শিলিগুড়ি-সেবকের মতো গুরুত্বপূর্ণ রাস্তা। তাই সেখানকার জন্য বিকল্প রাস্তা তৈরির প্রস্তাবও গিয়েছে রাজ্যের তরফে।

এর পাশাপাশি কলকাতায় ‘থ্রি-টায়ার’ যাতায়াত ব্যবস্থা করা যায় কি না সেই বিষয়েও গড়করীকে উদ্যোগী হওয়ার আবেদন জানান মমতা। তাঁর কথায়, “অনেক জায়গাতেই এখন উপরে বাস চলে, তার নীচে মেট্রো চলে। এই নিয়ে নিতিনজি বলেছেন তিনি রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করবেন। আমাদের সমস্ত আধিকারিকরা একটি বৈঠক করে সিদ্ধান্ত নিতে পারি এই নিয়ে। আমি কলকাতার জন্য জানিয়েছি, আমাদের আরও কয়েকটা ফ্লাইওভার দিন। নাহলে খুব সমস্যা হয়।” 

প্রসঙ্গত, এদিন ডিএমকে নেত্রী কানিমোঝির সঙ্গে দেখা করেন তৃণমূল সুপ্রিমো। এছাড়া জাভেদ আখতার এবং শাবানা আজমির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে মমতার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*