সাংবাদিক বৈঠক করে মহাজোট ভেঙে ‌যাওয়ার ব্যাখ্যা দিলেন নীতীশ কুমার

Spread the love
বিজেপির সঙ্গে জোট করার পর প্রথম সাংবাদিক বৈঠক করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মহাজোট ভেঙে ‌যাওয়ার ব্যাখ্যা দিলেন। একইসঙ্গে নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ নীতীশ কুমার। বিরোধীদের দলগুলিকে তাঁর বার্তা, মোদীর সঙ্গে মোকাবিলা করার দম কারও নেই। পাশাপাশি এটাও বললেন, “আগে থেকে জোট নিয়ে সিদ্ধান্ত হয়নি। আচমকাই হয়ে গিয়েছে।” 
এদিকে জেডিইউ-র প্রবীণ নেতা শরদ ‌যাদব বিজেপির সঙ্গে জোট নিয়ে খুশি নন। তিনি এই সিদ্ধান্তকে এদিন দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন।
নীতীশের কথায়,”২০১৯ সালে দিল্লির গদিতে মোদী ছাড়া আর কেউ বসতে পারে না।” একইসঙ্গে নীতীশ দাবি করেছেন, মহাজোট বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি। তবে শেষপ‌র্যন্ত তা সম্ভব হয়নি। নীতীশ বলেন,”আমার কাছে দ্বিতীয় বিকল্প ছিল না। দুর্নীতির অভি‌যোগ ওঠার পর আরজেডি-কে ব্যাখ্যা দিতে বলেছিলাম। তেজস্বীকে নিয়েও নীরব অবস্থা নিয়েছিলেন লালুপ্রসাদ ‌যাদব। অনেকবার ওঁর সঙ্গে কথা বলেছি। তাহলে দুর্নীতি আমি মেনে নিতাম?”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*