মন্ত্রীসভায় একটি পদের প্রস্তাব ফেরালেন নীতীশ, পাশে থাকার আশ্বাস দিলেন এনডিএর

Spread the love

নরেন্দ্র মোদীর সরকারে যোগ দেওয়ার প্রস্তাবকে তাঁর দলের পক্ষে প্রত্যাখ্যান করলেন নীতীশ কুমার। শপথগ্রহণের ঠিক আগে তিনি তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন। তবে মোদীর শপথগ্রহণের অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। নীতীশ কুমার জানিয়েছেন, মন্ত্রীসভায় মাত্র একজনকে নেওয়ার কথা বলা হয়েছিল বিজেপির তরফে। যা হবে প্রতীকী অংশগ্রহণ। তাই তাদের দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মন্ত্রীসভায় যোগ না দেওয়ার কথা।

তবে এটাকে বড় ইস্যু করতে চাননি নীতীশ কুমার। তিনি জানান, মন্ত্রীসভায় যোগ না দিলেও তাঁদের সমর্থন এনডিএ-র সঙ্গেই রয়েছে। সূত্রের খবর, জেডি(ইউ)-এর সিদ্ধান্তের কথা জানতে পেরে নরেন্দ্র মোদী নিজে নীতীশ কুমারকে ফোন করেছিলেন। যদিও সিদ্ধান্তে অটল থাকেন নীতীশ।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নীতীশ কুমারের এমন সিদ্ধান্ত পরের বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই। মাত্র একজন মন্ত্রীকে নিয়ে মোদী মন্ত্রীসভায় যোগ দিলে, বিরোধীরা প্রচার করবে, বিজেপির কাছে মাথানত করেছে জেডিইউ, সেই সুযোগ দিতে চান না নীতীশ। তবে তাঁর দল যে এনডিএ’র পাশে রয়েছে সে কথাও জানিয়ে দেন তিনি ৷