দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোকঃ নীতীশ কুমার

Spread the love

দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবি জানিয়ে সোচ্চার হলেন এনডিএ শরিক জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাশাপাশি আবারও বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি জানালেন নীতীশ। বুধবার দিল্লিতে দলীয় কর্মীদের উদ্দেশে একটি সভায় এমন মন্তব্যই করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আগামী বছরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে নীতীশের এহেন দাবি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিন দিল্লিতে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ঠিক যেমন আমরা বিহারের বিশেষ মর্যাদার দাবি জানিয়েছি, তেমনই আমরা বরাবরই চাই যে, দিল্লিকে রাজ্যের মর্যাদা দেওয়া হোক। উল্লেখ্য, বিহারকে বিশেয মর্যাদা দেওয়ার দাবি আগেই নাকচ করেছে বিজেপি। এর আগে, এই ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এমনকি, দিল্লিতে উপরাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছিল। গত বছর জুন মাসে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দেয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উপরাজ্যপালের সম্মতির প্রয়োজন নেই দিল্লি সরকারের। তবে ভূমি, স্বরাষ্ট্র বিষয় সম্পর্কিত ক্ষেত্রে উপরাজ্যপালের সম্মতি প্রয়োজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*