চতুর্থবার পূর্ণ মেয়াদের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ ও জে পি নাড্ডা। রবিবারই নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিসেবে তাঁরই নাম ঘোষণা করেছে NDA।
সূত্রের খবর, এই মন্ত্রীসভায় থাকছে দু’জন উপমুখ্যমন্ত্রী। এবার বিজেপি নেতা সুশীল মোদী নীতীশের মন্ত্রীসভায় থাকছেন না। পরিবর্তে থাকছেন দুই বিজেপির তরফে উপমুখ্যমন্ত্রী। সূত্রের খবর, কাটিহারের বিধায়ক তারকিশোর প্রসাদ ও রেণু দেবী হতে চলেছেন উপমুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে বিজেপির তরফ থেকে ক্রমশ চাপ বজায় রাখা হচ্ছে নীতীশের ওপরে৷ তাই এবার দু’জন উপমুখ্যমন্ত্রী। এছাড়া বিজেপির বিধায়ক নন্দ কিশোর যাদব হতে চলেছেন বিহার বিধানসভার স্পিকার৷ নীতীশ ঘনিষ্ঠ জেডিইউ’য়ের বিজয় চৌধুরী পেতে চলেছেন গুরুত্বপূর্ণ পদ।
সূত্রের খবর, অপর দুই শরিক দল হ্যাম এবং ভি আই পি’র একজন করে মন্ত্রীসভায় আসতে চলেছেন। সব মিলিয়ে বিজেপির ২২ জন, জেডিইউ’য়ের ১২ জন এবং হ্যাম ও ভি আই পি’র একজন করে বিধায়ক থাকবেন মন্ত্রীসভায়। বিজেন্দ্র যাদব, অশোক চৌধুরী, মেওয়ালাল চৌধুরী, শীলা কুমারী হতে চলেছেন মন্ত্রী। কিন্তু দু’জন উপমুখ্যমন্ত্রী কেন? রাজনৈতিক মহলের মতে, আসন সংখ্যার হিসেবে বিজেপি অনেক এগিয়ে থাকলেও বাংলার গুরুত্বপূর্ণ ভোটের আগে আর একটা ‘মহারাষ্ট্র’ হতে দিতে চান না নরেন্দ্র মোদী-অমিত শাহেরা। সে কারণেই জোটের ছোট শরিকে পরিণত হওয়া নীতীশ কুমারকেই আরও এক বার বিহারের গদিতে বসার সুযোগ করে দিল বিজেপি। যার জেরে আজকে টানা চতুর্থ বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন জেডিইউ-প্রধান।
এরপরই গতকাল সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে তারা। তবে সুশীল মোদী উপমুখ্যমন্ত্রী হচ্ছেন না বলে সূত্রের খবর। তার বদলে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় আনা হতে পারে। উপমুখ্যমন্ত্রী হতে পারেন কাটিহারের বিজেপি বিধায়ক তারকিশোর প্রসাদ। আবার জোট শরিক জিতন রাম মাঝি ও মুকেশ সাহানির দলও নাকি উপমুখ্যমন্ত্রী পদের দাবি করেছে।
গতকালের বৈঠক শেষে নীতীশ কুমার বলেন, রাজ্যপালকে NDA-এর সিদ্ধান্ত জানানো হয়েছে। বিধায়কদের সমর্থন সম্বলিত চিঠিও দেওয়া হয়েছে তাঁকে। কে কে শপথ নেবেন তা আমরা আলোচনা করে ঠিক করব। আজ বিকেল চারটেয় শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন তিনি । তিনি বলেন, আরও উন্নয়নের জন্য বিহারবাসী এই সুযোগ দিয়েছেন। তাতে যেন কোনও খামতি না থাকে।
বিহারে ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগারের থেকে মাত্র তিনটি আসন বেশি পেয়েছে NDA জোট । JD(U)-র তুলনায় বিজেপি বেশি আসন পেলেও নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে জানিয়ে দেয় তারা।
Be the first to comment