পদ ছাড়তে চান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা; পড়ুন!

Spread the love
অনেকদিন ক্ষমতা ভোগ করেছেন। এবার নাকি পদ ছাড়তে চান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।  তিনি নিজে অথবা তাঁর দলের কেউ একথা বলেননি।  বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা। তিনি আরএসএলপি নামে এক ছোট দলের নেতা।  সেই দল এনডিএ-র শরিক। কুশওয়াহার দাবি, নীতীশ কুমারকে তাঁর চেয়ে ভালো কেউ চেনে না। নীতীশ যে আর ক্ষমতা ভোগ করতে চান না, সেকথা তিনি ভালোভাবেই জানেন।
আরএসএলপির যুব শাখার এক সমাবেশে বুধবার কুশওয়াহা বলেন, নীতীশ কুমার আমার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় স্বীকার করেছেন, তিনি আর ক্ষমতায় থাকতে চান না। নীতীশের সঙ্গে অবশ্য এখন কুশওয়াহার সম্পর্ক ভালো নয়। কিছুদিন আগে বিজেপির সভাপতি অমিত শাহ জানিয়েছেন, আসন্ন লোকসভা ভোটে তাঁর দল বিহারে যতগুলি আসনে লড়বে, নীতীশের দল জনতা দল ইউনাইটেড-ও ততগুলিই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেক্ষেত্রে ছোট দলগুলি পাবে আগের চেয়ে কম আসন।
কিছুদিন আগে বিহারে বিরোধী দলনেতা তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক করেছেন কুশওয়াহা।  কথা বলেছেন এনডিএ-র অপর শরিক রামবিলাস পাসোয়ানের সঙ্গেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*