লালুপ্রসাদকে ফোন নীতীশ কুমারের। বলা হচ্ছে, স্বাস্থ্যের খোঁজখবর নিতে। অনেকেই মনে করছেন, আবার পুরানো মিত্রের সঙ্গে সম্পর্কটা ঝালিয়ে নিতেই। আরজেডির সঙ্গে মহাগঠবন্ধন ভেঙে বিজেপির সঙ্গে চলে গিয়েছিলেন নীতীশ কুমার। আবার বিজেপির সঙ্গে সম্পর্ক তিক্ত হতে শুরু করেছে নীতীশের জেডি (ইউ)-এর। তাই এই ফোন নিয়ে রাজনীতির বাজারে জল্পনা তুঙ্গে।
তবে লালুতনয় তেজস্বী এই জল্পনা উড়িয়ে বলেছেন, মহাগঠবন্ধনে নীতীশের জন্য দরজা বন্ধ। পশুখাদ্য কেলেঙ্কারিতে জেলবন্দি লালু এখন মুম্বইয়ের হাসপাতালে রয়েছেন। এতদিন কোনও ফোন করেননি নীতীশ। প্রায় একবছরের তিক্ততার পর কথা হল দুজনের। তেজস্বী বলেছেন, সৌজন্যের ফোন। তার বেশি কিছু নয়। তবে অবাক কাণ্ড, লালুপ্রসাদ হাসপাতাল যাওয়ার চারমাস পরে নীতীশ কুমার জানতে পেরেছেন তিনি অসুস্থ। নীতীশ যে এনডিএ-তে অস্বস্তিতে রয়েছেন, তা তাঁর জানা। বিহারের জন্য বিশেষ আর্থিক প্যাকেজও তিনি আনতে পারেননি। তবে জোটে তাদের জায়গা নেই। এব্যাপারে কংগ্রেসও একা কোনও সিদ্ধান্ত নিতে পারে না।
Be the first to comment