অসুস্থ লালুকে দেখতে হাসপাতালে নীতীশ

Spread the love

রাজনৈতিক মতপার্থক্যকে দূরে সরিয়ে অসুস্থ লালুপ্রসাদ যাদবের খোঁজ নিতে হাসপাতাল গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ সোমবার ভোররাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন আরজেডি প্রধান৷ তাঁকে নিয়ে যাওয়া হয় পাটনার পারস হাসপাতালে৷ বুধবার দুপুরে লালুর সঙ্গে দেখা করতে যান বিহারের মুখ্যমন্ত্রী৷ ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ মুখে অক্সিজেন মাস্ক৷ বিছানার বাঁ-দিকে পাশে দাঁড়ানো নীতীশ তাকিয়ে আছেন লালুর দিকে৷ দু’জনের মধ্যে কিছু কথাও হয়৷ সেই সময় ঘরে চিকিৎসক এবং অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লালুর ছেলে তেজস্বী যাদবও৷

পরে সংবাদমাধ্যমের কাছে লালুর দ্রুত আরোগ্য কামনা করেন নীতীশ কুমার৷ পরে হাসপাতাল থেকে বেরিয়ে নীতীশ বলেন, বহু বছর পর লালুপ্রসাদের সঙ্গে দেখা হল। সংবাদমাধ্যমের খবর পড়ে জানতে পারি, তিনি গুরুতর অসুস্থ। তাই দেখতে এসেছিলাম। তবে আগের তুলনায় লালু অনেকটা ভালো আছেন।

বহু বছর পর লালুপ্রসাদের সঙ্গে নীতীশের দেখা হল৷ একসময় লালুর আরজেডি এবং নীতীশের জেডিইউ জোট বেঁধে বিহারে সরকার চালায়। পরে সেই জোট ভেঙে নীতীশ বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তখন থেকেই দুজনের দূরত্ব বাড়ে। সম্প্রতি অবশ্য লালুর ছেলেদের সঙ্গে নীতীশের ঘনিষ্ঠতা বেড়েছে। ইদের সময় মুখ্যমন্ত্রীর দেওয়া ইফতারে লালুর ছেলেরা হাজির ছিলেন। এদিন নীতীশ বলেন, লালুপ্রসাদ আমার বহুদিনের পুরনো বন্ধু।

এদিকে লালুকে আজই এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি এইমস নিয়ে যাওয়া হবে৷ বাবার শারীরিক অবস্থা সম্পর্কে ছেলে তেজস্বী বলেন, ‘তিনি এখন স্থিতিশীল৷ তাঁর কিডনি এবং হার্টের সমস্যা রয়েছে৷ দিল্লিতে কিছুদিন চিকিৎসাও হয়েছিল৷ সেখানকার চিকিৎসকদের কেস হিস্ট্রি জানা৷ তাই আবার দিল্লিতে নিয়ে যাওয়া হবে৷’ লালুর হাসপাতালে ভর্তির খবর পাওয়ার পরই তেজস্বীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আরজেডি মুখপাত্র চিত্তরঞ্জন গগন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিও লালুপ্রসাদ যাদবের দ্রুত আরোগ্য কামনা করেছেন৷’

অনেকদিন জটিল নানা রোগে ভুগছেন লালুপ্রসাদ যাদব ৷ বিশেষত কিডনিতে তাঁর মারাত্মক সমস্যা রয়েছে ৷ গত মাসে আদালত কিডনি প্রতিস্থাপনের জন্য লালুকে বিদেশ যাওয়ার অনুমতি দেয় ৷ তাঁর পাসপোর্টও ফিরিয়ে দেয় আদালত ৷ তবে কিডনি প্রতিস্থাপনের দরকার পড়লে বিদেশের কোনও হাসপাতালে সেই অস্ত্রোপচার করাতে চাইছে আরজেডি প্রধানের পরিবার ৷ এদিন তেজস্বী বলেন, ‘সেরকম পরিস্থিতি হলে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে ৷ লালুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদি, রাহুল গান্ধী ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের ধন্যবাদ জানান তেজস্বী ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*