নাগরিকত্ব সংশোধনী বিলে সম্মতি দিয়েছে নীতিশের দল, হতাশ ‘ভোটগুরু’ প্রশান্ত কিশোর

Spread the love

সোমবার লোকসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল ৷ বিলটি সমর্থন করেছে নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল ৷ বিলের পক্ষে সওয়াল করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আর এতেই বেজায় চটলেন একদা নীতিশ ঘনিষ্ঠ তথা ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর।

বিল পেশের পরই বিক্ষোভ জানিয়ে পিকে-এর টুইট, ‘মানুষে-মানুষে বিভেদ তৈরি করবে নাগরিকত্ব সংশোধনী বিল, ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের সুবিধা দিতেই এই বিল’৷ জেডিইউ বিলটি সমর্থন করেছে জেনে পিকে আরও বলেন ‘নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে রয়েছে জেডিইউ, এটা খুবই দুঃখজনক’৷

নাগরকিত্ব সংশোধনী বিলে শুরুর দিকে আপত্তি ছিল জেডিইউয়ের ৷ কিন্তু সময় যত এগিয়েছে বিলের পক্ষে মত জোগাড়ে ততই তত্পরতা বেড়েছে মোদী-শাহদের ৷ শেষমেশ শুরুতে আপত্তি থাকলেও শেষে বিল নিয়ে কেন্দ্রের পাশেই দাঁড়ান নীতিশ কুমার ৷ নীতিশ কুমারের সিদ্ধান্তের প্রতিবাদে সরব আরজেডিও ৷ প্রশান্তের পাশাপাশি নীতিশের ভোলবদলে কটাক্ষ লালুপ্রসাদের দলেরও ৷

নাগরিকত্ব সংশোধনী বিলে শুরুর দিকে অনেক ক্ষেত্রে আপত্তি ছিল নীতিশ কুমারের দলে। তবে বিলটি লোকসভায় পেশের আগের দিন সিদ্ধান্ত বদল জেডিইউয়ের৷ নাগরিকত্ব সংশোধনী বিলে সমর্থনের কথা জানায় জেডিইউ ৷ সোমবার বিল পেশের পরই তুমুল হট্টগোল শুরু হয় লোকসভায় ৷ বিলের বিরোধিতায় সরব হয় কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দল ৷ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার চেষ্টা হচ্ছে বলে সওয়াল করেন কংগ্রেসের অধীর চৌধুরী ৷ একইসঙ্গে বিলের প্রতিবাদে সোচ্চার হয় তৃণমূলও ৷ নাগরকিত্ব সংশোধনী বিলে নীতিগত বিরোধিতার কথা জানান তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ একাধিক বিরোধী দলের সাংসদরাও বিলের বিরুদ্ধে জোর সওয়াল করেন ৷

সংসদে হট্টগোলের মধ্যেই সোমবার নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ দিনভর লোকসভায় বিল নিয়ে চলে জোর বিতর্ক ৷ শেষমেশ রাত ১২টায় লোকসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯ ৷ বিলের পক্ষে পড়ে ৩১১টি ভোট, বিলের বিরুদ্ধে মত দেন ৮০ সাংসদ ৷ বিল পাশ হওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*