
রোজদিন ডেস্ক, কলকাতা:- ‘আপোশ নয়, কেবলমাত্র লড়াই আমাদের বেঁচে থাকার রসদ এবং এগিয়ে চলার উপজীব্য’, শনিবারের মেগা সাংগঠনিক বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার বিকালে স্ক্রুটিনি কমিটির সদস্য ও জেলা সভাপতিরা ছাড়াও দলের রাজ্য কমিটির সদস্যবৃন্দ, সব সাংসদ, বিধায়ক, সব পুরনিগমের কাউন্সিলর, পুরসভাগুলির চেয়ারম্যান, এবং সব জেলা পরিষদের সভাধিপতি সহ সাড়ে চারহাজারেরও বেশি জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে একাধিক নির্দেশ দেন তৃণমূলের সেকন্ড ইন কম্যান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এরপর তিনি সন্ধ্যায় তাঁর এক্স হ্যান্ডেল পোষ্টে লেখেন, ‘আপোশ নয়, কেবলমাত্র লড়াই আমাদের বেঁচে থাকার রসদ এবং এগিয়ে চলার উপজীব্য। নির্বাচন কমিশনের সাথে যোগসাজশে বিজেপি বাংলার ভোটারদের ভোটাধিকার বঞ্চিত করার ষড়যন্ত্র করেছে। আজ, ছাব্বিশের বিধানসভা নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা সংশোধনী বৈঠকে উপস্থিত থেকে সুনিশ্চিত যে, এই বাংলায় কোনও স্বৈরাচারী শক্তি জয়লাভ করবে না। এপিক নম্বর কারচুপির পর্দাফাঁস করেছেন আমাদের দলনেত্রী। নির্বাচন কমিশন ভুল স্বীকার করেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, এপিক নম্বর কারচুপির লাভবান দল একমাত্র বিজেপি। হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লিতে ভোটার তালিকায় যে কারচুপি হয়ে বিজেপি জয়লাভ করেছে, এই বাংলায় তা হতে দেবো না। আজ, দুটি সাংগঠনিক দলীয় পদ গঠন করা হলো। আমার সহযোদ্ধাদের অনুরোধ করছি, এলাকার প্রতিটি বাড়িতে যান এবং বিজেপির বাংলা-বিরোধী মনোভাব, গরিব মানুষের ন্যায্য টাকা ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে এবং স্বৈরাচারী শক্তিরা কিভাবে তাদের বিষাক্ত নখদন্ত বের করে কুৎসা-অপপ্রচারে লিপ্ত, সেগুলি মানুষের প্রকাশ্যে আনুন। আগেই বিজেপির অপশক্তি, ক্রূরতা, হিংস্রতা এবং অত্যাচারের বিরুদ্ধে জবাব দিয়েছেন বাংলার মানুষ, আমরা ছাব্বিশের নির্বাচনী নাশকতা সফল হতে দেব না। বাংলা লড়বে। বাংলা জয়ী হবে।’
Be the first to comment