আমরা ইভিএম চাই না-ব্যালট চাই

Spread the love

আমরা ইভিএম চাই না-ব্যালট চাই-আমাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়া হোক, এটাই আমাদের ২১ শে জুলাইয়ের আন্দোলন; মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বীজপুরে এক কর্মীসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে তিনি শান্তিপূর্ণ ভাবে একজোট হয়ে তিনি বিজেপির এই হিংসার রাজনীতির মোকাবিলা করতে আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, নির্বাচন শেষ হওয়ার পরে শুরু হয়েছে সন্ত্রাসী, উগ্রবাদী, মৌলবাদী উগ্রপন্থা অর্ধশক্তি, গর্ধশক্তির চিতা জ্বালানোর সন্ত্রাস। আর তা মোকাবিলা করার জন্য শান্তির আহ্বানে নির্বাচন শেষ হওয়ার পর দিন থেকেই আমাদের কাজ শুরু হয়েছে। গুজরাতে দাঙ্গা হয়েছিল তাই আমরা বাংলাকে গুজরাত বানাতে দেব না। আমি সব ভাষাকে সম্মান করি, সব রাজ্যের মানুষকে ভালোবাসি৷

তিনি আরোও বলেন, আমি বিশ্বাস করি এবারও মেশিনে প্রোগ্রামিং করা হয়েছিল। তা না হলে জিততে পারতো না। অনেক মেশিন ব্যবহৃত হয়েছে যাতে মক পোল করা হয়নি। নির্বাচনের দিন অনেক মেশিন খারাপ হয়ে গেছে, মানুষ যখন লাইনে দাঁড়িয়েছিল তখন হঠাৎ একটা মেশিন আনা হয়েছে তাতে প্রোগ্রামিং করা ছিল কিনা কেউ দেখেছিলেন?

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ এই সিপিএম আজ বিজেপি হয়েছে, সিপিএমের ভোট কি করে বিজেপিতে গেল? কারণ সিপিএম নিজেদের সাইনবোর্ড নিজেরাই তুলে নিয়েছে। মনে রাখবেন সব সাইনবোর্ড টাকা দিয়ে কেনা গেলেও তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড খুব পোক্ত, একে টলানো যাবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*