ভোটের পর বিজয় উৎসবের উপর আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করে রেখেছে নির্বাচন কমিশন। ভোটের পর জয় যেই দলেরই হোক, তাদের জয় উদযাপনের ক্ষেত্রেও এ বার কড়াকড়ি করে নতুন আদেশ করল কলকাতা হাইকোর্ট। আদালতের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ এ দিন জানিয়ে দিয়েছে, ফল ঘোষণা উপলক্ষে কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে জমায়েত করা যাবে না।
আট দফার ভোটে পঞ্চম দফার পর থেকেই করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ জাপ্টে ধরতে শুরু করে রাজ্যকে। সেই অবস্থায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পদক্ষেপ করার নির্দেশ দেয় আদালত। তারপর শেষ দু’দফার ভোটের আগে প্রচার প্রক্রিয়া চলে অনলাইনে। দিনকয়েক আগে মাদ্রাজ হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ে তারপরই বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করে কমিশন। সেই মতো বিভিন্ন রাজনৈতিক দলগুলিও নিজেদের কর্মীদের একই নির্দেশ পালনের পরামর্শ দেয়।
এরই মধ্যে শুক্রবার টুকটুকি বসাকের করা একটি মামলার শুনানি করতে গিয়ে আদালত জানিয়ে দেয়, ফল ঘোষণার আগে হোক বা পরে, কোনও রাজনৈতিক দলের কোনও পার্টি অফিসে কোনও রকমের জমায়েত করা যাবে না। করোনার অতি মহামারি পরিস্থিতিতে গত ২৯ এপ্রিল কেন্দ্রীয় সরকারের জারি করা বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়ে শুক্রবার এই সংক্রান্ত বিষয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন এই নির্দেশ দেয় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ।
Be the first to comment